নিউজ ডেস্ক: লাল হলুদ সমর্থকদের অপেক্ষার অবসান। সোমবার ভোরবেলা কলকাতা পৌঁছলেন ইস্টবেঙ্গলের কোচ কার্লোস কুয়াদ্রাত দলের নতুন কোচকে স্বাগত জানাতে মাঝরাতেই কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন প্রায় শতাধিক লাল হলুদ সমর্থক। নতুন কোচ শহরে পা রাখতেই তাঁকে সংবর্ধনা দেন ভক্তরা। স্প্যানিশ কোচের কাছে ইস্টবেঙ্গল সমর্থকদের একটাই আবদার, অধরা সাফল্য এনে দিন ক্লাবকে।
সোমবার শহরে আসবেন প্রিয় দলের কোচ, সেকথা জানতে পেরে রবিবার রাত থেকেই নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমান বহু লাল হলুদ সমর্থক। দলের নতুন কোচের নামে জয়ধ্বনি দিয়ে বিমানবন্দর চত্বর ভরিয়ে তোলেন তাঁরা। স্প্যানিশ কোচ পৌঁছনো মাত্র হাততালি আর গানবাজনায় তাঁকে স্বাগত জানায় লাল হলুদ ফ্যান ব্রিগেড। পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনাও জানানো হয় কুয়াদ্রাতকে। গলায় পরিয়ে দেওয়া হয় লাল-হলুদ উত্তরীয়। কুয়াদ্রাতের সঙ্গে কলকাতায় চলে এসেছেন লাল হলুদের সহকারী কোচ দিমাস ডেলগাডোও।
আরও পড়ুন: Jason Cummings: বাগানে শুরু কামিংস ঝড়
নতুন কোচকে দেখতে পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত লাল হলুদ সমর্থকরা। বহুদিন ধরেই সাফল্যের মুখ দেখেনি ইস্টবেঙ্গল ক্লাব। কিন্তু নতুন কোচের হাত ধরেই ট্রফির খরা কাটবে বলে আশাবাদী ভক্তরা।