নিউজ ডেস্ক: কিলিয়ান এমবাপে ঠিক কী করবেন? এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে গোটা ফুটবল বিশ্ব। ফরাসি তারকার একটি পা প্যারিস সাঁজাতে। তাঁর বর্তমান ঠিকানায়। অন্য পা রিয়াল মাদ্রিদে। অপর ফরাসি তারকা করিম বেঞ্জেমা চলে যাওয়ার পর রিয়াল মাদ্রিদে স্ট্রাইকার সমস্যা। গত মরসুম থেকে তাঁকে স্ট্রাইকার হিসেবে চাইছে রিয়াল।
কিন্তু ঠিক কী করবেন এমবাপে, তা পরিষ্কার নয়। প্যারিস সাঁজার সঙ্গে আর এক বছর চুক্তি রয়েছে। এমবাপের ইচ্ছে, একটি বছর কাটিয়ে তিনি অন্য ক্লাবে পা দেবেন। কিন্তু এরপরেই চিত্রনাট্য ব্যাপক মোড় আসে। চেলসির অফার এসে পৌঁছোয়। অফার পৌঁছয় সৌদির ক্লাব আল হিলালের। যে ক্লাব লিও মেসিকে বিশাল অর্থের অফার দিয়েছিল। সেই ক্লাবে রয়েছেন করিম বেঞ্জেমা। কিন্তু এমবাপে কোনওভাবে সৌদির ক্লাবে পা রাখছেন না। বিশাল অর্থের অঙ্ক থাকলেও। কারণ ইউরোপে বাইরে পা রাখার কোনও ইচ্ছে নেই তাঁর। কিন্তু চেলসির অফার মারাত্মক কিছু নয়। আল হিলালের থেকে রিয়ালের প্রস্তাব অর্থের অঙ্কে বেশ তফাৎ। তাসত্ত্বেও এমবাপে রিয়ালে খেলার জন্য মুখিয়ে।
আরও পড়ুন: Carlos Cuadrat: শহরে লাল-হলুদ কোচ, ভক্তের ঢল বিমানবন্দরে
গত মরসুমে রিয়ালের সঙ্গে যাবতীয় কথাবার্তা হয়ে গিয়েছিল ফরাসী তারকার। কিন্তু শেষমূহুর্তে প্যারিস সাঁজা নতুন চুক্তি নিয়ে এমবাপেকে রেখে দিতে সমর্থ হয়। কিন্তু লাভের লাভ কিছু হয়নি। চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি প্যারিসের এই ক্লাব। মেসি, নেইমার ও এমবাপের মতো তারকা সত্ত্বেও। রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফিওরেন্তিনা পেরেজ অবশ্য এ সব নিয়ে ভাবতে রাজি নন। তিনি একটি মন্তব্য করেছেন, ‘আমি এখন যথেষ্ট শান্ত।’