নিউজ ডেস্ক: আনন্দে ভাসছেন রিঙ্কু সিং। চিনে এশিয়ান গেমসে সম্ভবত প্রথমবার ভারতীয় দলের জার্সি পরে মাঠে নামবেন রিঙ্কু সিং। আর সেই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিলেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা। উত্তরপ্রদেশের আলিগড়ে নিজের শুভাকাঙ্ক্ষীদের চিনে যাওয়ার আর্জি জানালেন। সেইসঙ্গে স্থানীয় ক্লাব জাদৌন রাইডার্সের সচিব অর্জুন সিং ফকিরাকেও এশিয়ান গেমসে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এমনকি গুয়াংজু যেতে এবং সেখানে থাকা-খাওয়ার জন্য জাদৌন রাইডার্সের সচিবের যা খরচ পড়বে, সেটার পুরোটাই নিজে বহন করবেন বলে আশ্বাস দিয়েছেন কেকেআরের তারকা ক্রিকেটার।
গত সপ্তাহে আলিগড় স্পোর্টস অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে আসেন কেকেআর তারকা রিঙ্কু। সেখানে তাঁর অভ্যর্থনা জানান আলিগড়ের ক্রিকেটপ্রেমীরা। হাজির ছিলেন জাদৌন রাইডার্সের সচিব, মাহেশ্বরী ক্রিয়েটিভ ক্লাবের সংরক্ষক সঞ্জয় মাহেশ্বরী, যোগেন্দ্র সিংরা। রিঙ্কুর হাতে স্মারক তুলে দেন তাঁরা। সেইসঙ্গে আলিগড় স্পোর্টস অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে ফ্লাডলাইট বসানো নিয়েও রিঙ্কু কথাবার্তা বলেন, যাতে শীঘ্রই আলিগড়ে দিন-রাতের ম্যাচের আয়োজন করা যায়।
আরও পড়ুন: ACC Men’s Emerging Teams Asia Cup 2023: বিরাট হার ভারতের এ টিমের, এমার্জিং এশিয়া কাপে সেরা পাকিস্তান
আগামী ২৫ সেপ্টেম্বর থেকে চিনের গুয়ানঝৌতে বসছে এশিয়ান গেমস। এ বার সেখানে ক্রিকেট টিমকে আমন্ত্রণ জানানা হয়েছে। দ্বিতীয় সারির ভারতীয় ক্রিকেট টিম সেখানে পাঠানো হবে। এশিয়ান গেমসের জন্য ভারতীয় ক্রিকেটারদের যে তালিকা প্রকাশিত হয়েছে, সেই তালিকায় নাম রয়েছে রিঙ্কু সিংয়ের।