নিউজ ডেস্ক: সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ-যাত্রা কী কারণে রদ করতে হবে, ইডির কাছে তার ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, বিদেশ যেতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলার পর্যবেক্ষণে ইডিকে বিচারপতি সঞ্জয় কিসান কউল বলেন, অভিষেকের বিদেশ-যাত্রা আটকানো ঠিক নয়। অন্যদিকে, অভিষেক-পত্নী রুজিরার দুবাইযাত্রা আটকানোর পর বিষয়টি কোর্টে জানিয়েছিলেন তাঁদের উকিল কপিল সিব্বল। এবার রুজিরাকেও কেন বাধা দেওয়া হয়েছিল, তারও উত্তর ইডির থেকে তলব করেছেন জাস্টিস সঞ্জয় কিসান কউল।
আগামী শুক্রবার রয়েছে এই মামলার পরবর্তী শুনানি। সেদিনই এ সংক্রান্ত সমস্ত জবাব দিতে হবে ইডিকে। এর আগে কলকাতা বিমানবন্দর থেকে দুবাই যেতে বাধা দেওয়া নিয়ে কোর্টে জানিয়েছিলেন রুজিরা। তাঁর অভিযোগ ছিল তদন্ত চলাকালীন কোনওরকম বিদেশযাত্রায় নিষেধ করেনি ইডি। তা সত্ত্বেও বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগ জানিয়েছিএন তিনি।
অন্যদিকে, চোখের চিকিৎসার জন্য আমেরিকায় যাবেন বলে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন অভিষেক। তাঁর বক্তব্য, আগামী ৮ আগস্ট বিকেলে তাঁর চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েনমেন্ট রয়েছে, এবং তাঁকে চিকিৎসার জন্য আমেরিকা থাকতে হবে ২৪ দিন। এই বিষয়ে ইডির কাছে অনুমতি চাওয়া হলে জবাব দেয়নি ইডি বলে অভিযোগ তাঁর। আজ এর শুনানি হওয়ার কথা জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে।