নিউজ ডেস্ক: লিওনেল মেসিকে নিয়ে স্মরণীয় ঘটনা ঘটতে চলছে। ইন্টার মিয়ামিতে গোল করে তিনি দলকে জিতিয়েছেন। তাও প্রায় তিনদিন হয়ে গেল। অসাধারণ সেই গোলে গ্যালারিতে বসে থাকা ডেভিড বেকহ্যামের চোখে জল দেখা গিয়েছিল। কিন্তু এখানেই শেষ নয়। তাঁর গোল সংখ্যা এখন ৮০৮।
মেসির এই ৮০৮টি গোলকে স্মরণীয় করে রাখতে অভিনব উদ্য়োগ নিল জনপ্রিয় চিপস প্রস্তুতকারী সংস্থা লেস (Lays)। মেসির ৮০৮টি গোলকে সম্মান জানাতে ৮০৮টি ছাগল দিল সংস্থা। এই ছাগল তারা মেসিকে দেয়নি। তারা এই ছাগলগুলোকে দিয়ে মেসির মুখ বানিয়েছে। অর্থাৎ, ৮০৮টা জীবিত ছাগলকে দিয়ে মেসির মুখ বানানো হয়েছে। সেটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে সংস্থার পক্ষ থেকে।
আরও পড়ুন: Carlos Cuadrat: শহরে লাল-হলুদ কোচ, ভক্তের ঢল বিমানবন্দরে
মেসির সম্মান জানাতে অনেক সংস্থা ও অনেক ব্য়ক্তি একাধিক উদ্যোগ নিয়েছিল, তবে ছাগল দিয়ে এই ধরনের কর্মকাণ্ড আগে কেউ করেনি। ছাগলকে দিয়ে মেসির মুখ বানানো হয়েছে কারণ মেসিকে তারা সর্বকালের সেরা হিসেবে মনে করে। আর এক্ষেত্রে GOAT-কে সম্মান জানাতে ছাগলের থেকে আদর্শ কিছু হতে পারে না।