নিউজ ডেস্ক: আরও শক্তি বাড়াল ভারতীয় টাকা। এবার দিল্লিতে এসে রুপির মাধ্যমে বাণিজ্যিক লেনদেনকে স্বীকৃতি দিলেন দেউলিয়া শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে। বিপর্যস্ত এই প্রতিবেশী দেশকে অর্থনৈতিকভাবে পুনঃপ্রতিষ্ঠা করতে ১৬০ কোটি ডলার ঋণ দিয়েছিল ভারত সরকার। এমনকি সঙ্কটকালীন পরস্থিতিতেও সহায়তার জন্য পাঠানো হয়েছিল প্রায় ৪০ লক্ষ ডলারের খাবার-দাবার, ওষুধপত্র। অসময়ে এমন নিঃস্বার্থ সাহায্যের প্রতিদান দিতেই ভারতে এসে রুপিকে তাঁদের দেশে বৈধ ঘোষণা করলেন বিক্রমাসিংহে। পাশাপাশি বাণিজ্যিক ক্ষেত্রেও একগুচ্ছ সুবিধা দেওয়া হবে ভারতকে শ্রীলঙ্কার পক্ষ থেকে বলে তাঁর বক্তব্য।
উল্লেখ্য, শ্রীলঙ্কার এই পদক্ষেপে আন্তর্জাতিক বাজারে আরও বাড়ল টাকার গুরুত্ব। অন্যদিকে, ডলারের একচেটিয়া রাজত্বের অবসান ঘটানোর লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল টাকা। সূত্রের খবর, আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের বিকল্প হিসেবে টাকাকে ব্যবহার করতে ইতিমধ্যে বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক এবং কেন্দ্রের তরফ থেকে। এই মুহূর্তে ২৩ টি দেশের সঙ্গে টাকায় বাণিজ্য করছে ভারত। গত ১ বছরে টাকায় বাণিজ্য করার চুক্তি করেছে প্রায় ৮ টি দেশ, যা কেন্দ্রের কাছে একটি সাফল্য। এবার টাকায় বাণিজ্যিক লেনদেনে ভারতের সবচেয়ে বড় সহযোগী হতে চলেছে আরর আমীরশাহী।
এদিকে কেন্দ্রের তরফ থেকে নেওয়া হয়েছে বেশকিছু গুরুত্বপূর্ণ বৈদেশিক নীতি। যেমন, আন্তর্জাতিক ব্যাঙ্কগুলোতে জোর দেওয়া হচ্ছে রুপিতে লেনদেনের, রুপিতে আমদানি-রপ্তানির জন্য ব্যবসায়ীদের দেওয়া হবে বিশেষ ইনসেন্টিভ। বস্তুত, আন্তর্জাতিক বাণিজ্যিক লেনদেনের একটি বড় সমস্যা হলো যে দেশ দুটি বাণিজ্য করছে তাদের বাণিজ্যিক লেনদেনের পর ডলারে তাদের কারেন্সি ভাঙিয়ে নিজের দেশের টাকায় রূপান্তরিত করতে হয়, যা জটিল এবং বাড়তি খরচের। এই কারণে অনেক দেশ ডলারের বিকল্পের খোঁজে। এই অবস্থায় আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের বিকল্প হয়ে ওঠার শক্তি যে ভারতীয় রুপিতে রয়েছে, তা মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরা।