নিউজ ডেস্ক: আবার কোটিপতি হওয়ার লড়াইয়ে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চনকে। জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র প্রথম সিজন থেকেই সঞ্চালনা করে আসছেন বিগ বি। আমেরিকার বিখ্যাত টিভি রিয়েলিটি শো ‘হু ওয়ান্টস টু বি আ মিলিয়নেয়ার’-এর হিন্দি রিমেক হল এই শো। ২০০০ সালে ভারতীয় টেলিভিশন জগতে প্রথম সম্প্রচারিত হয় এই শো। যার ডাকনাম ‘কেবিসি’। সম্প্রচারের পর থেকেই তুমুল জনপ্রিয়তা লাভ করে এই গেম শো-টি।
২০০০ সাল থেকেই প্রতিটি সিজনই বিগ বি সঞ্চালনা করে এসেছেন। কেবলমাত্র মাঝে সিজন ৩ শাহরুখ খান সঞ্চালনা করেছিলেন। এবার ফের সিজন ১৫ সঞ্চালনার দায়িত্বে ফিরছেন অমিতাভ। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই কথা শেয়ার করেন তিনি। কতকগুলি ছবি ও ভিডিয়ো পোস্ট করে তিনি বলেন যে ‘কেবিসি সিজন ১৫’ আসতে চলেছে। ওই ছবি ও ভিডিয়োতে তাঁকে শটের আগে একবার স্ক্রিপ্ট মনে করতে দেখা গিয়েছে।
২৯ এপ্রিল রাত ৯টা থেকে শুরু হয়েছিল এই শো-য়ের রেজিস্ট্রেশন। ‘কেবিসি সিজন ১৫’-এর প্রোমো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। গত সিজনে বলিউডের বেশ কিছু অভিনেতা-অভিনেত্রী সহ ভারতের নামিদামি খেলোয়াড় ও বিশিষ্টজনেরা। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন মেরি কম, সুনীল ছেত্রী, মিতালি মধুমিতা, প্রথম মহিলা অফিসার যিনি গ্যালান্টি অ্যাওয়ার্ড জিতেছিলেন এবং মেজর ডি.পি সিং, যিনি ভারতের প্রথম ব্লাড রানার। কিছুদিন আগেই হায়দরাবাদে শুটিং চলাকালীন পাঁজরে চোট পেয়েছিলেন বিগ বি। অসুস্থতা কাটিয়ে উঠে ফের প্রায় দুই দশক ধরে চলা এই রিয়েলিটি শো সঞ্চালনা করতে চলেছেন তিনি।