নিউজ ডেস্ক: চলতি সপ্তাহে মুক্তি পেতে চলেছে রণবীর-আলিয়া অভিনীত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’। দীর্ঘ সাত বছর পর এই ছবির হাত ধরে পরিচালকের আসনে ফিরছেন করণ জোহর। ফলে করণের বলিউডি স্টাইল দেখতে উচ্ছ্বসিত দর্শকদের একাংশ। সঙ্গে রয়েছে বাঙালি ছোঁয়া। আলিয়াকে বাঙালি মেয়ের ভূমিকায় দেখা যাবে, রয়েছেন বাঙালি অভিনেত্রী চুর্ণী গঙ্গোপাধ্যায় ও অভিনেতা টোটা রায়চৌধুরীও।
বাঙালি দর্শকদের টানতে তাই কম চেষ্টা করেননি করণ। ছবিতে বেশ কিছু জায়গায় বাঙালি সংস্কৃতি, আভিজাত্য ও রাজনৈতিক ছোঁয়া রেখেছিলেন তিনি। ট্রেলারেই সেই সব দেখা গেলে অনেকেই এই ছবির বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি তোলেন। বাঙালির ভাবাবেগে আঘাত হানা থেকে রাজনৈতিক রং লেগেছে বলেও কটাক্ষের মুখে পড়ে ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’। আর এইবার মুক্তির ঠিক আগেই সেন্সর বোর্ডের কাঁচির ডগায় পড়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’।
ছবির বেশ কিছু সংলাপ বদলে দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে যে দৃশ্য ট্রেলারে ছিল তা থাকলেও বাদ গিয়েছে ‘খেলা হবে’ প্রসঙ্গ। এছাড়াও অন্তর্বাস প্রসঙ্গ ও মদের ব্র্যান্ডের নাম পাল্টানো হয়েছে বলেও জানা গিয়েছে। তবে শেষ পর্যন্ত এই ছবি সেন্সর বোর্ডের তরফে U/A সার্টিফিকেট পেয়েছে। আগামী ২৮ জুলাই মুক্তি পাবে এই ছবি।