নিউজ ডেস্ক: পাকিস্তানের সীমা হায়দারের বদলে ভারতের মধ্যপ্রদেশ-নিবাসী অঞ্জু! এখনও জট কাটে নি ভারতীয় যুবক সচিনের প্রেমে ভারতে আসা সীমাকে নিয়ে। তার মধ্যেই এ যেন এ যেন উলটপুরাণ। এবার পাকিস্তানি যুবকের প্রেমে ভারত থেকে পাকিস্তান পৌঁছল অঞ্জু নামের এই মহিলা। সূত্রের খবর, ফেসবুকে কথা বলতে বলতে তার প্রেম হয় পাকিস্তানের খাইবার পাখতুনওয়া প্রদেশের নাসরুল্লাহ নামের জনৈক মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভের সঙ্গে। এরপরেই গত ২১ জুলাই প্রেমিকের সঙ্গে দেখা করতে পাকিস্তানে পৌঁছে যান অঞ্জু। অঞ্জু বিহাহিতা, সন্তানও রয়েছে তার বলে খবর।
যানা যাচ্ছে, ২৯ বছর বয়সী নাসরুল্লাহের চেয়ে ৬ বছরের বড় হয়েও ভাটা পড়েনি অঞ্জুর প্রেমে। যদিও পাকিস্তানে ভিসা নিয়েই গেছেন অঞ্জু। সেখানকার প্রশাসনের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে। সেই জেরাতেই তাদের প্রেম সম্পর্কের কথা জানাণ অঞ্জু। এমন কি নাসরুল্লাহকে ছাড়া বাঁচতেও পারবেন না বলে দাবি এই ভারতীয় মহিলার। তবে সোশ্যাল মিডিয়ায় অঞ্জু জানান, ২-৩ দিনের মধ্যেই ফিরে আসবেন দেশে। সেই সঙ্গে তার পরিবার ও সন্তানদের উপর কোনও প্রভাব যাতে না পড়ে তার অনুরোধ জানান তিনি মিডিয়ার উদ্দেশ্যে।
উল্লেখ্য, ঠিক একই কারণে পাকিস্তান থেকে ভারতে এসেছেন বলে দাবি সীমার। তবে বেআইনিভাবে প্রবেশ করায় গ্রেফতার করা হয়েছিল সীমাকে। সচিনের সঙ্গে ঘর করতে চেয়ে ভারতেই নাগরিকতার আবেদন করেছেন সীমা। তবে তাকে নিয়ে এখনও কাটেনি সন্দেহের জট। সীমা সম্পর্কিত একাধিক গুরুত্বপূর্ণ তথ্যও পাচ্ছেন ভারতীয় গোয়েন্দারা। এরমধ্যেই পাক-যুবকের টানে সোজা পাকিস্তানে চলে গিয়ে শিরোনামে এসে গেলেন অঞ্জু।