নিউজ ডেস্ক: ২১ জুলাই কলকাতার বুকে তৃণমুল সুপ্রিমোকে দেখতে যখন আকুল জনতা ঠিক ওই দিনই আরো এক নারীকে দেখতেও ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ। তবে ইনি কোনো সুপ্রিমো নন বরং এক পুতুল! ছোটো বেলায় বাচ্চা মেয়েদের জন্য খেলার পুতুল কিনে দিতেন মা-বাবা। তার মধ্যে বাচ্চা পুতুল, চোখ পিটপিট করা মেয়ে পুতুল আবার ধুতি পরা বর পুতুলদের বেশ রমরমা বাজার ছিল। আর পুতুলের বিয়ে তো আদি অনন্তকাল ধরেই ছেলেবেলার খেলার অঙ্গ ছিল। ঠিক যেন ছোটো এক ঘরকন্না। খেলার ছলেই যেন সংসারের পাঠ পরিয়ে নেওয়ার এক রীতি।
তবে এই পুতুল স্বামী-স্ত্রী ও সন্তানের ঘরকন্নায় শেষপর্যন্ত ভাঙন ধরায় এক নারী। নাম তাঁর ‘বার্বি’। চিরাচরিত পুতুলের সংজ্ঞা বদলে ফেলে আমেরিকান মহিলা ব্যবসায়ী রুথ হ্যান্ডলার নিয়ে এলেন এক নারী পুতুলকে যে নিজেই নিজের পথ তৈরি করতে সক্ষম। যে শুধু সংসারে আবদ্ধ নেই বরং পেশাদার জীবনেও সফল। মোট কথা নারীবাদের ধারণা নিয়েই জন্ম হয় বার্বির।
২১ জুলাই মুক্তি পেয়েছে গ্রেটা গারউইগ পরিচালিত ছবি ‘বার্বি’। ‘লেডি বার্ড’, ‘লিটল উইমেন’ এর পর এটি তাঁর তৃতীয় ছবি যা ইতোমধ্যেই ঝড় তুলেছে বক্স অফিসে। সহজ গল্পের মাধ্যমে নারীবাদের বিষয়টি তুলে ধরেছেন পরিচালক। গুরুগম্ভীর সংলাপের বদলে সহজ সরল ভাষা ও দৃশ্যের উপরে জোর দিয়েছেন গ্রেটা। যা গুরুত্বপূর্ণ বার্তাকে সহজ ভাবে উপস্থাপন করেছে। ছবির সহজ সরলতা ও আদ্যোপ্রান্ত ছবির ফুরফুরে মেজাজ ও অভিনেতাদের অভিনয়ের জেরে দুরন্ত সাফল্য পেয়েছে বার্বি।
ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’-এর পাশাপাশি বিশ্বজুড়ে চুটিয়ে ব্যবসা করছে ‘বার্বি’। যদিও ভারতে ‘ওপেনহাইমার’ নিয়েই উত্তেজনা বেশি। মুক্তির পরেই সপ্তাহ শেষে ৫০ কোটির ঘরে ঢুকে পড়েছে কিলিয়ান মর্ফি অভিনীত ‘ওপেনহাইমার’। ‘বার্বি’ সে তুলনায় কামিয়েছে ১৫ কোটি। এই ছবিতে অভিনয় করেছেন মার্গো রবি ও রায়ান গজলিং। ছবিতে নারীবাদের পাশাপাশি ‘এলজিবিটিকিউ’ গোষ্ঠীর সমঅধিকারের কথা বলায় একাধিক ইসলামিক দেশে ও রাশিয়াতে ছবিটিকে ব্যান করা হয়েছে।