নিউজ ডেস্ক: কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে ২৬ বিরোধী দল নিয়ে সদ্য তৈরি হওয়া INDIA জোট! সূত্রের খবর এমনটাই। উল্লেখ্য, সংসদে বাদল অধিবেশন শুরু হওয়ার সাথে সাথেই মণিপুর ইস্যু নিয়ে চলছে ধুন্ধুমার। ফের আজ দুপুর ২ টো পর্যন্ত মুলতুবি হয়েছে সংসদ। এই অবস্থায় লোকসভায় মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে INDIA জোট। অন্যদিকে, রাজ্যসভাতেও প্রস্তাব আনা হবে কিনা সে বিষয়ে সংবাদ নেই এখনও।
যদিও লোকসভায় এই মুহূর্তে ৩৩২ আসন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ রয়েছে বিজেপিনিয়ন্ত্রিত NDA জোট। তাই সরকার পড়ার সম্ভাবনা নেই। তাই মনে করা হচ্ছে রাজনৈতিকভাবে বিজেপিকে চেপে ধরতেই এমন পদক্ষেপ নিতে চলেছে বিরোধীশিবির। (বিস্তারিত আসছে…)