নিউজ ডেস্ক: গত কয়েকদিন ধরেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে হরমনপ্রীতের ব্যবহার যথেষ্ট বিতর্ক তৈরি করেছে। তৃতীয় ম্যাচে আম্পায়ার আউট দেওয়ার পরই ক্ষোভে ফেটে পড়েন হরমনপ্রীত। তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় ব্যাট দিয়ে উইকেটই ভেঙে দেন।
ম্যাচের শেষে তিনি আম্পায়ারিং নিয়ে যথেষ্ট সমালোচনাও করেন। তিনি স্পষ্ট বলেন যে পরেরবার বাংলাদেশে খেলতে এলে, এমন আম্পায়ারিংয়ের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেই আসবেন। এখানেই থামেননি হরমনপ্রীত। ম্যাচ শেষ হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানাকেও তিনি বলেন যে ট্রফি শেয়ার করার কোনও যোগ্যতাই নেই। কারণ সিরিজের এই অন্তিম ম্যাচে আম্পায়াররা তাঁদের সাহায্য করেছিল। হরমনপ্রীত সুলতানাকে বলেন, আম্পায়ারদেরও মঞ্চে ডেকে নেওয়া হোক। কারণ এই ম্যাচে আম্পায়ারদের সাহায্য ছাড়া তাঁরা জিততেই পারত না।
আরও পড়ুন: India vs West Indies 2nd Test: বৃষ্টিতে ম্যাচ ড্র, সিরিজ রোহিতদের
বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানাও হরমনপ্রীতের এই ব্যবহারের যথেষ্ট সমালোচনা করেছেন। নিগার স্পষ্ট জানিয়ে দেন যে হরমনপ্রীতের আরও ভালো ব্যবহার করা উচিত ছিল। নিগার বললেন, ‘এটা একেবারেই হরমনপ্রীতের ব্যক্তিগত সমস্যা। সেটা নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। একজন ক্রিকেটার হিসেবে ও আরও ভালো ব্যবহার করতে পারত। কী হয়েছিল, সেটা আমি সম্পূর্ণ আপনাদের বলতে পারব না। তবে ওর ব্যবহার আমার একেবারেই ভালো লাগেনি। সেকারণেই আমি নিজের দল নিয়ে চলে আসি। ক্রিকেট সবসময়ই শৃঙ্খলা এবং পারষ্পরিক সম্মানের একটা খেলা।’