নিউজ ডেস্ক: ২০২৩ আইপিএল টুর্নামেন্টে নিজের পারফরম্যান্সের দৌলতে সবাইকে প্রভাবিত করেছিলেন অর্জুন তেন্ডুলকর। কিন্তু, আইপিএল শেষ হতে না হতে তিনি আচমকাই উধাও হয়ে যান। যদিও এবার তিনি দেওধর ট্রফিতে সাউথ জোনের হয়ে খেলতে নামবেন। তবে তাঁর ঘরোয়া ক্রিকেট দল গোয়া সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশ্যে এসেছে। গত বছরই মুম্বই ছেড়ে গোয়ায় খেলতে এসেছিলেন অর্জুন তেন্ডুলকর। তবে এবার শোনা যাচ্ছে, তিনি নাকি গোয়া ক্রিকেট দল ছাড়তে পারেন।
কারণটা অবশ্য অন্য, গত ১৮ জুলাই গোয়া ক্রিকেট দল ২০২৩-২৪ রনজি ট্রফি মরশুমের জন্য ২৮ সদস্যের একটি তালিকা তৈরি করেছেন। সেই তালিকায় অর্জুন তেন্ডুলকরের নাম দেখতে পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে যে গোয়ার হয়ে অর্জুন আগামী রঞ্জি মরশুম খেলবেন কি না। যদিও দেওধর ট্রফিতে সাউথ জোনের হয়ে তাঁকে খেলতে দেখা যাবে।
আরও পড়ুন: India vs West Indies 2nd Test: বৃষ্টিতে ম্যাচ ড্র, সিরিজ রোহিতদের
উল্লেখ্য, সাউথ জোনে গোয়া ক্রিকেট দলও অন্তর্ভূক্ত রয়েছে। এই পরিস্থিতিতে রঞ্জি ট্রফির জন্য যদি অর্জুনকে তালিকায় না রাখা হয়, তাহলে আশা করা যেতেই পারে যে তিনি গোয়া ছেড়ে অন্য কোনও দলে যোগ দিতে চলেছেন। কিন্তু, এই ব্যাপারে রাজ্য ক্রিকেট সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও বিবৃতি পাওয়া যায়নি।
অর্জুন তেন্ডুলকর ঘরোয়া ক্রিকেটে এখনও পর্যন্ত সাতটি লিস্ট এ ম্যাচ এবং সাতটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। লিস্ট এ ক্রিকেটে তিনি আটটি উইকেট শিকার করেছেন। অন্যদিকে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর নামের পাশে ১২টি উইকেট এবং ১২০ রান উজ্জ্বল হয়ে রয়েছে। এছাড়া টি-২০ ক্রিকেটে তিনি ৩৩টি উইকেট শিকার করেছেন। চলতি বছরই আইপিএল টুর্নামেন্টে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ডেবিউ করার সুযোগ পেয়েছিলেন অর্জুন তেন্ডুলকর। তিনি চার উইকেট শিকার করলেও ব্যাট করার খুব একটা বেশি সুযোগ পাননি।