নিউজ ডেস্ক: রবিবার শেষ হয়েছে ২০২৩ এমার্জিং এশিয়া কাপ। ভারতকে হারিয়ে সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পাকিস্তান। কিন্তু পাকিস্তান জয়ে উল্লাস বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। যা নজর কেড়েছে গোটা বিশ্বের। সোশাল মিডিয়াতে রীতিমতো নানা মন্তব্য চোখে পড়ছে। এমার্জিং কাপে পাকিস্তান ক্রিকেটারদের বয়স নিয়ে প্রশ্ন আগেই উঠেছিল। আম্পায়ারদের সিদ্ধান্ত একাধিকবার ভারতীয় শিবিরে কথা উঠেছে। তা নিয়ে অবশ্যই কোনও কথা নেই সমাজমাধ্যমে।
‘স্পোর্টস অ্যারেনা’ নামের একটি ফেসবুক পেজে মহম্মদ আরশিদ নামে বাংলাদেশের একজন ক্রিকেট সমর্থক লিখেছেন, মনে-প্রাণে পাকিস্তানের এই জয়টা চেয়েছিলাম। এমার্জিং এশিয়া কাপের ফাইনাল ম্যাচে ভারতকে ১২৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হল পাকিস্তান। অভিনন্দন পাকিস্তান টিমকে। আবার ওই একই গ্রুপে আফিফ হোসেন ধ্রুব ফ্যানস নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে, ঈদ মোবারক। এমার্জিং এশিয়া কাপে ভারতকে ১২৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন প্রিয় টিম পাকিস্তান। অভিনন্দন জানানোর পাশাপাশি হাতে হাত মেলানোর ইমোজিও পোস্ট করা হয়েছে।
আরও পড়ুন: India vs West Indies 2nd Test: বৃষ্টিতে ম্যাচ ড্র, সিরিজ রোহিতদের
রবিবার ২০২৩ এমার্জিং এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। টস জিতে টিম ইন্ডিয়ার অধিনায়ক যশ ধূল প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ব্যাট হাতে পাকিস্তান ইনিংসের শুরুটা বেশ ভালোই করেছিল। দলের দুই ওপেনার সায়েম আয়ুব (৫৯) এবং সাহিবজাদা ফারহান (৬৫) দুর্দান্ত হাফসেঞ্চুরি করেন। এরপর পাকিস্তানের ২৯ বছর বয়সি ব্যাটার তৈয়াব তাহির ঝকঝকে একটি শতরান করেন। ৭১ বলে তাঁর ব্যাট থেকে ১০৮ রানের একটি ইনিংস বেরিয়ে আসে। তিনি ১২টি চার এবং চারটে ছয় হাঁকিয়েছেন। আর সেই সুবাদেই পাকিস্তান ক্রিকেট দল নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৫২ রান তুলেছিল।
জবাবে ভারতীয় ব্যাটিং ইউনিটকে শুরু থেকেই বেশ দুর্বল দেখিয়েছে। যদিও টিম ইন্ডিয়ার ওপেনার সাই সুদর্শনের আউট নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। ভারতীয় ক্রিকেট দলের হয়ে একমাত্র হাফসেঞ্চুরি করেন দলের ওপেনার অভিষেক শর্মা। তাঁর ব্যাট থেকে ৫১ বলে ৬১ রানের একটি ঝকঝকে ইনিংস বেরিয়ে আসে। এছাড়া ভারতীয় ব্যাটারদের মধ্যে আর কেউ সেভাবে নজর কাড়তে পারেননি। বলা ভালো নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া। শেষপর্যন্ত ২২৪ রানে ভারত অলআউট হয়ে যায়।