নিউজ ডেস্ক: মণিপুর ইস্যুতে সরগরম সংসদ। মুলতুবি হচ্ছে বারে বারে। এই অবস্থায় বিরোধী জোটকে নিশানা করে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদীয় দলের বৈঠকের ভাষণে তিনি বলেন, বিরোধীরা একেবারে হতাশ। তাদের ধরনধারণ দেখে মনে হচ্ছে দীর্ঘ সময়ের জন্য ক্ষমতায় ফেরার কোনও বাসনা নেই! INDIA নাম নিয়েও তীব্র কটাক্ষ ছুঁড়ে তিনি বলেন,’ইন্ডিয়া নাম বসিয়ে নিলেই হয় না। ইস্ট ইন্ডিয়া কোম্পানিও নামের সঙ্গে ইন্ডিয়া রেখেছিল, আর ইন্ডিয়ান মুজাহিদিনও ইন্ডিয়া রাখে।’
উল্লেখ্য, বাদল অধিবেশনে এটাই প্রথম সংসদীয় বৈঠক। প্রধানমন্ত্রী ছাড়াও বৈঠকে গৃহমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা প্রমুখও উপস্থিত ছিলেন। এই বৈঠকে বিরোধী জোটকে আক্রমণ করার পাশাপাশি আগামী ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ‘হর ঘর ঝাণ্ডা’ কার্যক্রমের বিশদ নিয়ে চর্চা করেন।
প্রসঙ্গত, মণিপুর ইস্যু নিয়ে অচলাবস্থা চলছে সংসদে। বিরোধী শিবির এই বিষয়ে উভয় কক্ষেই প্রধানমন্ত্রীর বিবৃতি এবং সবিস্তার আলোচনার দাবি তুলে আন্দোলন করছে। যদিও এই বিষয়ে গৃহমন্ত্রী অমিত শাহর বিবৃতির পাশাপাশি চর্চা করতেও রাজি রয়েছে কেন্দ্র বলে খবর। কিন্তু বিরোধীরা প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে অনড়।