নিউজ ডেস্ক: ‘একমাত্র ভগবানই বাঁচাতে পারে পশ্চিমবঙ্গকে’! দুর্নীতি ইস্যুতে এবার এমনই কড়া ভাষায় পশ্চিমবঙ্গ সরকারকে ভর্ৎসনা করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস দীপঙ্কর দত্ত। কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে একাধিক মামলা চলছে রাজ্য সরকারের। এর মধ্যে অন্যতম হলো নিয়োগ দুর্নীতি। আর এই নিয়োগ দুর্নীতি নিয়েও চলছে একাধিক ভিন্ন মামলা।
উল্লেখ্য, এসএসসি-র একাদশ-দ্বাদশ শ্রেণীর নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি চলছিল জাস্টিস দীপঙ্কর দত্ত এবং জাস্টিস অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চে। এই মামলার শুরুতেই অধৈর্য হয়ে বিচারপতিকে বলতে শোনা যায়, রাজ্যে হচ্ছে টা কী? সব নিয়োগে রাজনীতি! এরপরই তিনি প্রসঙ্গক্রমে মন্তব্য করেন,’একমাত্র ভগবান বাঁচাতে পারবেন পশ্চিমবঙ্গকে।’
একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে ওএমআর শিটের বিকৃতি নিয়ে মামলা চলছে জাস্টিস দীপঙ্কর দত্ত এবং অনিরুদ্ধ বসুর বেঞ্চে। এই মামলার পর্যবেখন করতে গিয়েই এমন উক্তি করতে দেখা যায় দীপঙ্কর দত্তকে। এর আগে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ মামলায় বিপুল নিয়োগ বাতিল করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস অভিজিত গঙ্গোপাধ্যায়। সেই মামলাও সুপ্রিম কোর্টে ওঠার পর আপাতত নিয়োগ বাতিলের সিদ্ধান্তে দেওয়া হয়েছে স্থগিতাদেশ।