নিউজ ডেস্ক: রাজ্যে বর্ষা প্রবেশ করার পর থেকেই বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। সেই সূত্রে রাজ্যবাসীকে আগেই সাবধান করেছিল স্বাস্থ্য দফতর। আর এইবার ডেঙ্গুর আক্রমণে প্রাণ হারালেন এক বৃদ্ধা। নদিয়ার রাণাঘাটের বাসিন্দা ওই বৃ্দ্ধা গত বৃহস্পতিবার জ্বর নিয়ে ভরতি হয়েছিলেন কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে। শারীরিক অবস্থা খুবই খারাপ থাকায় সিসিইউতে রাখা হয়েছিল তাঁকে। যদিও চিকিৎসায় সাড়া দেননি তিনি। শুক্রবার মৃত্যু হয় তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন ডেঙ্গুতে আকান্ত হয়েই প্রাণ হারিয়েছেন তিনি।
উল্লেখ্য গত শনিবার ইনস্টিটিউট অফ চাইল্ড হেল্থে প্রাণ হারায় নবছরের এক বালিকা। পিকনিক গার্ডেনের বাসিন্দা ষষ্ঠ শ্রেণীর পল্লবী দে জ্বর নিয়ে ভরতি হয়েছিল। পরীক্ষার পরে জানা যায় ডেঙ্গু হয়েছে তাঁর। চিকিৎসকরা জানান নাক, মুখ, হাতের চামড়া ও প্রস্রাব থেকে রক্ত বেরোচ্ছিল পল্লবীর। শুক্রবার সারাদিনের চেষ্টাতেও শেষ রক্ষা হয়নি। শনিবার মারা যায় সে।
ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করতেই নয়া নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর। ডেঙ্গুতে আক্রান্ত হলে হু হু করে কমতে থাকে প্লেটলেটস। তাই নতুন নির্দেশিকায় বলা হয়েছে রোগীর দেহে প্লেটলেট ১০ হাজারের নিচে হলে তবেই প্লেটলেট দেওয়া যাবে অথবা দেহে রক্তক্ষরণ হলে। ১০-২০ হাজারের মধ্যে প্লেটলেট থাকলে আর দেওয়া হবে না। এমনকী কতটা প্লেটলেট লাগবে তা প্রেসক্রিপশনে বলে দিতে হবে ডাক্তারকে।