নিউজ ডেস্ক: সম্প্রতি মুক্তি পেয়েছে সারা-ভিকি জুটির নতুন ছবি ‘জারা হাটকে জারা বাঁচকে’। ছবিটি বক্স অফিসে ভালোই ব্যবসা করে। ছবির প্রচারে কলকাতাতেও এসেছিলেন সারা। দূর্দান্ত এক সাফল্যের পর এইবার কাশ্মীর ভ্রমণে বেরিয়েছেন তিনি। আর সেখান থেকেই দর্শকদের সঙ্গে নিজের যাত্রার টুকিটাকি মূহুর্ত ভাগ করে নিচ্ছেন তিনি। সারা আলি খান পতৌদি বংশের মেয়ে হলেও তাঁর মাটির মানুষ ইমেজ ইতোমধ্যেই সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। এর জন্য যদিও কম ট্রোলড হতে হয়নি তাঁকে। ধর্মপ্রাণ ও মিষ্টি স্বভাবের সারা মন জয় করে ফেলেছে বহু মানুষের।
বরাবরই তিনি বলে এসেছেন ঘুরতে ভালোবাসেন তিনি। কখনো পাহাড়ে আবার কখনো সমুদ্রের ধারে ছুটি কাটাতে দেখা গিয়েছে তাঁকে। ট্রেকিং করতেও পছন্দ করেন তিনি। আবার বিভিন্ন মন্দির মসজিদেও ঘুরে বেড়াতে দেখা যায় তাঁকে। এর আগে কেদারনাথে গিয়েও নিজের জার্নি ভাগ করে নিয়েছিলেন সারা। এইবার তাঁর সোশ্যাল মিডিয়া পেজে চোখ রাখলে দেখা যাচ্ছে তাঁর কাশ্মীর ভ্রমণের ছবি ও ভিডিয়ো। সম্প্রতি অমরনাথ যাত্রায় বেরিয়েছিলেন তিনি। সেই যাত্রার খুঁটিনাটিসহ একাধিক ছবি শেয়ার করেছেন সারা। দরগার সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছেন আবার কখনো সুইমিং পুলে ছোট বাচ্চার সঙ্গে খেলা করছেন তিনি। শুধু তাই নয়, কাশ্মীরের সাধারণ মানুষদের সঙ্গে পাত পেড়ে খাচ্ছেন। ছোটো ছোটো ছেলেমেয়েদের সঙ্গেও খেলতে দেখা গিয়েছে তাঁকে।
সারার এমন সারল্য মুগ্ধ করেছে নেটিজেনদের। অনেকেই কমেন্ট করে বলেন, ‘সারা আসলেই মাটির মানুষ, এখনকার স্টারকিডদের তাঁকে দেখে মানুষ হতে শেখা উচিত’। ‘জারা হাটকে জারা বাঁচকে’র পর অনেকগুলি কাজ রয়েছে তাঁর হাতে। পরবর্তীতে তাঁকে অনুরাগ বসুর ‘মেট্রো ইন ডিনো’তে দেখা যেতে চলেছে। সারার পাশাপাশি এই ছবিতে আরো দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠী, আদিত্য রয় কপুর, কঙ্কনা সেন শর্মা, অনুপম খের, নীনা গুপ্তা ও আলি ফজলকে।