নিউজ ডেস্ক: আন্তর্জাতিক সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি সীমান্ত এলাকায় মাঝেমধ্যেই বিভিন্ন রকমের কর্মসূচির আয়োজন করে থাকে সীমান্ত রক্ষা বাহিনী। মূলত সীমান্ত এলাকায় যুবকদের মধ্যে নিরাপত্তা বাহিনী সম্পর্কে সচেতনতা ও উদ্দীপনা সৃষ্টি করাই এই সকল কর্মসূচির উদ্দেশ্য। এই প্রসঙ্গে, ২৪ জুলাই, ২০২৩ তারিখে দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে উত্তর ২৪ পরগণা জেলার সীমান্ত এলাকায় ৬৮ ব্যাটালিয়নের সীমান্ত চৌকি মামাভাগিনায় অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। অস্ত্র প্রদর্শনীতে স্কুলের শিশুদের ডিউটিতে ব্যবহৃত বিশেষ যন্ত্রপাতি সম্পর্কেও অবহিত করা হয়।
এই প্রদর্শনীতে সীমান্ত এলাকার মামাভাগিনা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেছিলেন। পাবজি খেলার দৌলতে এখন আগ্নেয়াস্ত্র সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল কিশোর ও যুবকেরা। সীমান্ত রক্ষীদের কাছে থাকা সেই সব অস্ত্র দেখার জন্য বেশ কৌতুহলী ছিল পড়ুয়ারা।
শ্রী এ কে আর্য, ডিআইজি, মুখপাত্র, বিএসএফ, সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার, বলেছেন যে সীমান্ত এলাকায় বসবাসকারী শিক্ষার্থীদের ভারতীয় নিরাপত্তা বাহিনীতে যোগদানের জন্য বর্ডার সিকিউরিটি ফোর্স সময়ে সময়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। শুধু মাত্র প্রদর্শনীই নয়, শারীরিক প্রশিক্ষণ, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তথ্য, লিখিত পরীক্ষার জন্য ক্লাস, কম্পিউটার জ্ঞান, অস্ত্রের জ্ঞান ইত্যাদি বিষয়ের উপরেও কর্মসূচি গ্রহণ করেন তাঁরা।