নিউজ ডেস্ক: একাদশ- দ্বাদশ শ্রেণীর ওএমআর শিট প্রকাশ মামলায় সুপ্রিম রায় কিছুটা স্বস্তি দিল রাজ্য সরকারকে। শিট সর্বসমক্ষে প্রকাশ করার বদলে বন্ধ খামে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিলেন জাস্টিস অনিরুদ্ধ বসু এবং দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ। বেঞ্চ জানায়, এই মুহূর্তে প্রকাশ করতে হবে না OMR শিট। আপাতত মুখ বন্ধ খামে জমা করতে হবে আদালতের কাছে। তবে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের শিটও আদালতকে জমা করতে নির্দেশ দিয়েছে বেঞ্চ।
উল্লেখ্য, একাদশ-দ্বাদশ শ্রেণীর OMR শিট প্রকাশের দাবি জানিয়ে হাইকোর্টে আপিল করেছিলেন চাকরিপ্রার্থী ববিতা সরকার। মামলাটির শুনানি হয় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। মামলায় ৫০০০ এর অধিক OMR শিট প্রকাশের নির্দেশ দেন জাস্টিস গঙ্গোপাধ্যায়। এরপর ফের ডিভিশন বেঞ্চে আপিল করে SSC। জাস্টিস সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ বহাল রাখে আগের নির্দেশ। এরপর ফের সুপ্রিম কোর্টে আপিল করে তারা। সেখান থেকেই আপাতত স্বস্তি মিলল রাজ্য সরকারের।
OMR শিট প্রকাশের দাবি নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন চাকরিপ্রার্থী ববিতা সরকার। তাঁর দাবি ছিল SSC যথেচ্ছভাবে কারচুপি করেছে শিটে। এই শিট প্রকাশ করলেই বেরিয়ে আসবে যোগ্যদের তালিকা থেকে সরিয়ে কাদের কাদের নম্বর বাড়িয়ে পাইয়ে দেওয়া হয়েছে চাকরি। ববিতার আইনজীবী জানিয়েছিলেন, ২০১৬-র পরীক্ষার ভিত্তিতে একাদশ-দ্বাদশে প্রায় ৫০০০ জনের নিয়োগ হয়েছে। এদিকে কমিশন কোর্টকে জানিয়েছে এর মধ্যে ৯০৭ জনের OMR শিটে কারচুপি হয়েছে। এই কারণে শিট প্রকাশ্যে আনার দাবি জানিয়েছিলেন তিনি।