নিউজ ডেস্ক: কার্তিকের এখন বাজার বেশ ভালো। সম্প্রতি মুক্তি পেয়েছে কার্তিক ও কিয়ারা অভিনীত ছবি ‘সত্যপ্রেম কি কথা’। বক্সঅফিসে দাপিয়ে ব্য়াবসা করেছে এই ছবি। এর মধ্যেই এল আরেকটি খবর। ১৪তম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন অনুষ্ঠানে বিশেষ সম্মান পেতে চলেছেন কার্তিক আরিয়ান। আইএফএফএম এই বছর কার্তিককে ‘রাইজিং গ্লোবাল সুপারস্টার’ হিসেবে মনোনীত করেছে।
১১ আগস্ট মেলবোর্নে আয়োজিত হতে চলেছে এই ফিল্ম ফেস্টিভ্যাল। কার্তিকের পাশাপাশি এই মঞ্চে আরো দেখা যেতে চলেছে করণ জোহরকেও। দীর্ঘদিন পরে এই অনুষ্ঠানের মাধ্যমে ফের কাছাকাছি আসতে চলেছে করণ-কার্তিক। ধর্মা প্রোডাকশনের সঙ্গে পারিশ্রমিক নিয়ে বিবাদে জড়িয়েছিলেন তিনি। আর তাতেই বাদ পড়েছিলেন ‘দোস্তানা ২’ সহ একাধিক ছবি থেকে।
তবে কার্তিক আরিয়ানের কেরিয়ারের গ্রাফ এখন উর্ধ্বমুখী। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাঁর স্টারডমও। ‘প্যায়ার কি পঞ্চনামা’ দিয়ে কেরিয়ার শুরু করলেও ‘সনু কে টিটু কি সুইটি’ ছবিটিই তাঁকে দর্শক মহলে পরিচিতি এনে দেয়। এর পরে ‘লুকা ছুপি’, ‘পতি পত্নী অউর ও’, ‘লাভ আজ কাল’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। ‘ভুলভুলাইয়া ২’ ও ‘সত্যপ্রেম কি কথা’ বক্স অফিসে দারুন সাফল্য পায়। ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন অনুষ্ঠানে তাঁর এই দুটি ছবির স্ক্রিনিং হবে বলে জানা গিয়েছে।