নিউজ ডেস্ক: পঞ্চম পরীক্ষাতেও সফলভাবে উত্তীর্ণ হলো চন্দ্রযান-৩। উৎক্ষেপণ সঠিকভাবে হওয়ার পর নির্ধারিত সময়ের মিনিটখানেক আগেই পৃথিবীর প্রথম কক্ষপথ ছেড়েছিল যানটি। এরপর একে একে সফলভাবে পেরোয় পৃথিবীর আরও ৩ টি কক্ষপথ। আর আজ দুপুর পৌনে ৩ টে নাগাদ সফলভাবে পেরিয়ে গেল কক্ষপথের শেষ ধাপটিও। ইসরোর সময়ানুসারে দুপুর ২ টো থেকে ৩ টের মধ্যে ছেড়ে বেরোনোর কথা ছিল শেষ কক্ষপথটি। এই সাফল্যের খবর অফিসিয়াল হ্যান্ডেল থেকে টুইট করে জানায় ISRO।
জানানো হয়েছে পৃথিবীর শেষ কক্ষপথ ছেড়ে বেরোনোর পর এবার আরও তীব্র গতির সঞ্চার হবে চন্দ্রযানে। আর এইভাবেই আগামী ১ আগস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করবে চন্দ্রযান। ইসরো সূত্রে খবর, যানের গতি ধাপে ধাপে বাড়ানোর উদ্দেশ্যেই পরিকল্পনা নেওয়া হয়েছিল ৫ টি কক্ষপথকে অতিক্রমণের। ভারতীয় সময় রাত ১২ টা থেকে ১ টার মধ্যে প্রবেশ করার কথা চন্দ্রমার কক্ষপথে। এরপর ল্যান্ডিং সফল হলে আগামী ২৩ কি ২৪ আগস্টেই ইতিহাস গড়তে চলেছে ভারত।
প্রসঙ্গত, এ পর্যন্ত রাশিয়া, আমেরিকা আর চিন বাদে চাঁদে সফল অবতরণ করতে পারেনি অন্য কোনও দেশ। আর ৩ টি দেশই অবতরণ করেছিল নিরক্ষীয় অঞ্চলে। আর ভারত অবতরণ করার চ্যালেঞ্জ নিয়েছে দক্ষিণ মেরু, যা তুলনামূলক জটিল এবং দুর্গম। এই অঞ্চলে এ পর্যন্ত যেতে সক্ষম হয় নি অন্য কোনও দেশ। একটি সূত্রে দাবি করা হয়েছিল, সূর্যালোকের বিপরীতে অবস্থিত চাঁদের এই মেরু অঞ্চলে আলো পৌঁছয় নি কোটি কোটি বছর ধরে। সামান্য ত্রুটির ফলে সফল অবতরণ করতে ব্যর্থ হয়েছিল চন্দ্রযান-২। এবার সেই ত্রুটি কাটিয়ে ইতিহাস তৈরির উদ্দেশ্যে চাঁদের দিকে দ্রুত গতিতে ছুঁতে চলেছে ১৪০ কোটি ভারতীয়ের স্বপ্ন চন্দ্রযান-৩।