নিউজ ডেস্ক: লিওনেল মেসির চেয়ে কম। কম ক্রিস্তিয়ানো রোনাল্ডোর অর্থের চেয়ে। তবুও কিলিয়ান এমবাপেকে আল হিলালে ৩০০ মিলিয়ান মার্কিন ডলারের অফার ইউরোপে ফুটবলে আলোচনার বিযয়।
প্যারিস সাঁজার সঙ্গে টানাপোড়েনর মাঝে আল হিলালের বিশাল অফার ভারতীয় মুদ্রায় তা দু’শো কোটির টাকার বেশি কিছুটা হলেও ভাবাচ্ছে এমবাপেকে। কিন্তু ইউরোপের একাধিক দৈনিকে পরিষ্কার লিখে দেওয়া হয়েছে, আল হিলালের প্রস্তাব নিচ্ছে না ফরাসি তারকা। কারণ একটাই, সৌদি লিগে খেলার কোনও ইচ্ছে নেই ফরাসি তারকার। সৌদি লিগ কার্যত ইউরোপে ফুটবলারদের বৃদ্ধাশ্রম হিসেবে দেখছেন সকলে। ক্রিস্তিয়ানো রোনাল্ডো, করিম বেঞ্জেমা সহ যে সব ফুটবলার সৌদি লিগে গিয়েছেন, তাঁরা প্রত্যেকেই কেরিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে। ভবিষ্যতের মহাতারকা হওয়ার সম্ভাবনা রয়েছে, এমন ফুটবলার কী কারণে যাবেন সেখানে?
আকাশছোঁয়া অর্থের বিনিময়ে কিলিয়ান এমবাপেকে দলে চায় আল হিলাল ফরাসি তারকার জন্য প্যারিস সাঁ জাঁ-কে (PSG) ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। সৌদির ক্লাবের এহেন প্রস্তাবে প্যারিস সাঁজা খুশি। এমবাপের দলবদল সংক্রান্ত ব্যাপারে ফরাসি তারকা আল হিলাল কথাবার্তা এগোতে পারে। এই সবুজ সংকেতই দেওয়া হয়েছে পিএসজি-র তরফে। কিন্তু দলবদল না করলে প্যারিস সাঁজা কী করবে? সে ক্ষেত্রে যুক্তি একটাই, সাইড লাইনে দাঁড়িয়ে খেলা দেখতে হবে এমবাপে। সকলে আশা করছেন, হয়তো প্যারিস সাঁজা খোলস ছেড়ে বেরোবে দিন কয়েকের মধ্যে। পরের মরসুমে রিয়ালে যোগ দেওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল এমবাপের।