নিউজ ডেস্ক: রুশ হানায় ভেঙে পড়েছে ওডেসার ঐতিহাসিক অর্থোডক্স গির্জা ট্র্যান্সফিগারেশন ক্যাথিড্রাল। এবার সেই হামলার জবাবে পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেন। সূত্রের খবর, মঙ্গলবার দেশের দক্ষিণের কিছু অংশে এবং পূর্বের বাখমুতের কিছু অংশে রুশ সেনার বিরুদ্ধে আগ্রাসন নীতি ক্রমশ জোড়াল করেছে ইউক্রেন সেনা।
উল্লেখ্য, বেশকিছু দিন ধরে রুশ বাহিনীকে পূর্ব ইউক্রেনে ফেরত পাঠানোর চেষ্টা করছে কিয়েভ। পাশাপাশি, রাশিয়া এবং ক্রিমিয়ার মধ্যে সমস্ত যোগাযোগ ছিন্ন করার জন্যে দক্ষিণ উপকূলের দিকে ক্রমশ অগ্রসরের চেষ্টা করছে তারা। এই পরিস্থিতিতে শনিবার রাতে ওডেসার গির্জার উপর মিসাইল হামলা চালায় মস্কো। ঘটনায় মৃত্যু হয় ২ জনের। আহত ২২ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে প্রশাসন। ফলে ইউক্রেন সেনার এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মত আন্তর্জাতিক কূটনৈতিক মহলের।
Tags: NULL