নিউজ ডেস্ক: ইউক্রেন বিধ্বস্ততার মধ্যেই এবার সিরিয়ায় মার্কিন ড্রোনের উপর হামলা চালানোর অভিযোগ উঠল রাশিয়ার বিরুদ্ধে। সূত্রের খবর, গতকাল আমেরিকার পক্ষ থেকে অভিযোগ করা হয়, একটি রুশ ফাইটার জেট আকস্মিক হামলা চালায় মার্কিন ড্রোনের উপর। এতে ক্ষতিগ্রস্ত হয় ড্রোনটির প্রপেলার। ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে।
আমেরিকার কেন্দ্রীয় বায়ু সেনার লেফট্যানেন্ট জেনারেল অ্যালেক্স গ্রিঙ্কেউইচ একটি বিবৃতিতে জানান, গত রবিবার সিরিয়ার আকাশে আমেরিকার MQ-9 ড্রোনটির খুব কাছে ভয়াবহগতিতে চলে আসে রাশিয়ান ফাইটার জেটটি। আর এর পরেই আগুন ছুঁতে আসে ড্রোনের দিকে। এরপরই ক্ষতিগ্রস্ত হয় প্রপেলার। আমেরিকার অভিযোগ, এইভাবে অপেশাদার আচরণ করে সিরিয়ায় আমেরিকার ISIS মিশনে বাধা সৃষ্টি করছে রুশ সেনা।
এই ঘটনার পর রুশ সেনাকে সতর্ক করা হয়েছে বলে দাবি মার্কিন লেফট্যানেন্টের। তিনি বলেন,’ইদানিং বারেবারে রাশিয়ার ফাইটার জেটের অপেশাদার নিয়ন্ত্রণের কারণে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে মার্কিন ড্রোনকে। তাই আমরা সতর্ক করেছি রুশকে।’ উল্লেখ্য, এর আগেও এরকম একটি ঘটনা ঘটে কৃষ্ণ সাগরে। রাশিয়ার SU-27 যুদ্ধ জাহাজের আক্রমণে একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল মার্কিন ড্রোন।