নিউজ ডেস্ক: আমেরিকার আকাশে ফের মেসি। দ্বিতীয় ম্যাচে মেসির জোড়া গোল। সঙ্গে একটি অ্যাসিস্ট। মায়াময় মেসি ফ্লোরিডার স্টেডিয়ামে। মঙ্গলবার ইন্টার মিয়ামি ৪-০ গোলে হারাল আটলান্টা ইউনাইটেডকে। মেজর সকার লিগ নয়, আমেরিকার লিগ কাপে দ্বিতীয় জয় ইন্টার মিয়ামির। পিছনে ফিরে দেখার কোনও ব্যাপার নেই। শুরু থেকে মাতিয়ে দিয়েছেন মেসি। চমৎকার দুটো গোল করে। উত্তাল স্টেডিয়ামে তাঁর খেলা দেখার জন্য হাজির ছিলেন আমেরিকা বিখ্যাত দুই র্যাপার আর জে খালেদ ও ডিডি। ছিলেন ইন্টার মায়ামির অন্যতম কর্ণধার ডেভিড বেকহ্যামও।
৩৬ বছর বয়সে নিজেকে আমেরিকার মাটিতে প্রমাণ করতে ছিলেন মরিয়া। তাঁর প্রথম গোল আট মিনিটে। তারপরে ২২ মিনিটে। চমৎকার একটি ভলিতে। বাকি দুটো রবার্ট টেলরের। চার গোলে জিতে ইন্টার মিয়ামি এখন আকাশে। ৭৮ মিনিটে মেসি মাঠছাড়ার সময় গোটা স্টেডিয়ামের দর্শকরা দাঁড়িয়ে অভিনন্দন জানান। যা দেখে আপ্লুত মেসিও। বয়স ৩৬ হলেও মেসির খেলায় এখনও বার্সেলোনার সোনালী অধ্যায়ের ছাপ। পাক্কা টিমম্যানের মতো অল্প কয়েকদিনের মধ্যে টিমের সঙ্গে মানিয়ে নিয়েছেন। অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে তাঁর হাতে। সেই দায়িত্ব পালন করেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে।
আরও পড়ুন: ODI World Cup India vs Pakistan: নবরাত্রি! পিছিয়ে যেতে পারে ভারত-পাক ম্যাচ
আমেরিকাতে মেসির জনপ্রিয়তা এতটাই যে দু’বার মাঠে দর্শক ঢুকে পড়েছিল। মেসিকে একবার ছুঁয়ে দেখার জন্য। মেসি যোগ দেওয়ার পরে ইন্টার মিয়ামির টিমের চেহারাই বদলে গিয়েছে। স্প্যানিশ কোচ জেরার্দ মার্তিনো টিমের দায়িত্ব নেওয়ার পরে ইন্টার মিয়ামির গতি বেড়েছে অনেকটাই।
কিন্তু প্রথম ম্যাচের মতো মঙ্গলবার টিকিটের মারাত্মক চাহিদা ছিল না। ভারতীয় মুদ্রায় টিকিটের দাম রেখেছিল প্রায় ৮১ হাজার টাকা। এত বেশি দামে টিকিট কাটতে রাজি ছিলেন না অনেকেই। কিছু দর্শক আবার মিয়ামি ক্লাবকে অনুরোধ করেছেন টিকিটের দাম কমাতে। প্রথম ম্যাচে টিকিটের দাম উঠেছিল ভারতীয় মুদ্রায় প্রায় এক কোটি টাকা। এ বার দাম অতটা রাখা হয়নি ঠিকই। মেসি ম্যাজিক দেখার জন্য স্টেডিয়াম ভরেছিল অনেকটাই। মেসি আসার আগে কোনওদিন আমেরিকার ফুটবল দেখতে এত লোক মাঠে আসেনি। দর্শক সংখ্যা বেড়েছে টেলিভিশনেও। সব মিলিয়ে আমেরিকার ফুটবলে নবজোয়ার।