নিউজ ডেস্ক: মণিপুর ইস্যুতে এবার বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল বিরোধীর জোট ‘INDIA’। বুধবার লোকসভায় অধিবেশনের শুরুতে ইন্ডিয়া’র হয়ে নোটিশ জমা দেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। অন্যদিকে, একই বিষয়ে পৃথকভাবে নোটিশ দেন বিআরএস সাংসদ নামা নাগেশ্বর রাও।
উল্লেখ্য, সংসদের বাদল অধিবেশনের শুরু থেকেই মণিপুরের ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ায় বিরোধী জোট। তাদের অভিযোগ, অধিবেশনে যোগ দিয়ে মণিপুরের ঘটনায় কোনও আলোচনা করছেন না প্রধানমন্ত্রী। লোকসভায় এসেও বাইরে বক্তব্য রেখেছেন তিনি। এই পরিস্থিতিতে কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নেয় বিরোধী জোট।
রীতিমতো উইপ জারি করে মঙ্গলবার সংসদীয় ভবনে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এমনকি তিন লাইনের উইপে বুধবারের অধিবেশনে বাধ্যতামূলক উপস্থিতির কথাও উল্লেখ করেন তিনি। অবশ্য ‘ইন্ডিয়া’ জোটের সদস্য নয় ভারত রাষ্ট্র সমিতি(বিআরএস)। তবে সাম্প্রতিক সময়ে একাধিকবার বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে তাদের।
প্রসঙ্গত, লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার নিরিখে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে কোনও ‘ভয়’ নেই বিজেপির। এই মুহূর্তে ৩৩২ আসন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বিজেপি নিয়ন্ত্রিত NDA জোটের। সুতরাং, সরকার পড়ার কোনও সম্ভাবনা নেই। তবে বিরোধীদের দাবি, তাদের এই পদক্ষেপের ফলে মণিপুর ইস্যুতে লোকসভায় আলোচনা করতে বাধ্য হবেন প্রধানমন্ত্রী। যদিও বিরোধীদের এই দাবি নস্যাৎ করে দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রল্হাদ যোশি। ২০১৮ সালের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “শেষবার অনাস্থা প্রস্তাদ এনেছিল বিরোধীরা। তার উত্তরে ৩০০ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে লোকসভায় ফিরেছিল বিজেপি। এবারও তাই হবে। বরং এবার ৩৫০’এর বেশি আসনে ক্ষমতায় ফিরবে বিজেপি”।