নিউজ ডেস্ক: ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (এনসিপিসিআর) ছোটোদের নাচের রিয়েলিটি শো-তে অনুপযুক্ত বিষয় সম্প্রচার করার জন্য শো-কজ করেছে। বিখ্যাত প্রযোজক সংস্থা সোনি পিকচার্স নেটওয়ার্ককে এই অর্থে নোটিশ পাঠিয়েছে ‘এনসিপিসিআর’। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, ছোটোদের নাচের রিয়েলিটি শো ‘সুপার ডান্সার চ্যাপটার ৩’-এ একটি বাচ্চাকে তাঁর মা-বাবার সম্পর্কে যৌন সম্পর্কিত প্রশ্ন করছিলেন বিচারকরা। সেই পর্বটি সম্প্রচারও করেছিলেন চ্যানেল কতৃপক্ষ।
এই বিষয়টি চোখে পড়ার পরেই কমিশন চ্যানেলটিকে নোটিশ পাঠায়। সেই পর্বটি সমস্ত প্ল্যাটফর্ম থেকে মুছে দেওয়ারও নির্দেশ দিয়েছে কমিশন। কমিশনের তরফে জারি করা এই নোটিশে বলা হয়েছে যে, বিচারকরা এক নাবালক শিশুকে মঞ্চের উপর তাঁর মা-বাবার সম্পর্কে অশ্লীল প্রশ্ন করেছে যা এক শিশুকে বলার জন্য নিতান্তই অনুপযুক্ত।
কমিশন আরো জানিয়েছে যে সোনি পিকচার্সের ওই পর্বটি ২০১৫ সালের জুভেনাইল জাস্টিস আইন ও ২০০০ সালের তথ্য প্রযুক্তি আইনের ধারা লঙ্ঘন করেছে। এর সঙ্গে আরো বলা হয়েছে যে বিনোদন শিল্পে শিশু এবং কিশোর-কিশোরীদের অংশগ্রহণের বিষয়ে এনসিপিসিআর কতৃক জারি করা কমিশনের নির্দেশিকাকেও মানেননি প্রযোজকরা। ফলে সাতদিনের মধ্যে পুরো বিষয়টি নিয়ে শো-কজ করা হয়েছে।
প্রসঙ্গত, সোনি টিভিতে সম্প্রচারিত হওয়া ‘সুপার ডান্সার চ্যাপটার ৩’ যথেষ্ট জনপ্রিয় একটি টিভি শো। ৪-১৩ বছর বয়সী বাচ্চাদের নিয়ে অনুষ্ঠানটি হয়েছিল। বিচারকের আসনে ছিলেন বলিউড অভিনেত্রী শিল্পা সেট্টি, কোরিওগ্রাফার গীতা কপুর ও পরিচালক অনুরাগ বাসু। ২০১৮ সালের ২৯ ডিসেম্বর এই শো-টি শুরু হয় ও ২০১৯ সালের ২৩ জুন শেষ হয়।