নিউজ ডেস্ক: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) প্রধান সঞ্জয় কুমার মিশ্র মেয়াদ বাড়ান হোক। সুপ্রিম কোর্টে বুধবার এমনই আবেদন করেছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, আগামী ৩১ জুলাই মিশ্রের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ফের তাঁর মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
গত ১১ জুলাই এই মামলার শুনানি চলাকালীন বিষয়টিকে বেআইনি আখ্যা দিয়েছিল বিচারপতি বিআর গাবাই, বিক্রম নাথ এবং সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চ। তাঁরা জানান, ইডি কর্তার মেয়াদ বাড়ানোর নির্দেশ দেওয়া হলে ‘কমন কজ’এর মামলায় আদালতের ২০২১ সালের রায়ের আদেশ লঙ্ঘন করা হবে। আদালতের এই পর্যবেক্ষণের উত্তরে আন্তর্জাতিক সংস্থা FATF’এর নিয়ম পর্যালোচনা করার জন্যে সময় চায় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের সেই আবেদনে ৩১ জুলাই পর্যন্ত মিশ্রের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেয় শীর্ষ আদালত। এবার সেই মেয়াদ আরও বাড়ানোর জন্যে আদালতে আবেদন করেন সরকার তরফে সলিসিটার জেনারেল তুষার মেহেতা।
প্রসঙ্গত, ২০১৮ সালের নভেম্বরে ইডি’র প্রধান পদে নিযুক্ত হন সঞ্জয় কুমার মিশ্র। তবে ২০২০ সালে সেই মেয়াদ শেষ হয় তাঁর। কারণ, সেবছরের মে মাসে অবসরের সময় হয়ে যায় মিশ্রের। কিন্তু ২০২০’এর নভেম্বরে তাঁর মেয়াদ দুই থেকে তিন বছর বাড়িয়ে দেয় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করে স্বেচ্ছাসেবী সংস্থা ‘কমন কজ’। শুনানি চলাকালীন বিচারপতি এল নাগেশ্বর রাও’এর ডিভিশন বেঞ্চ জানান, শুধুমাত্র কোনও ‘বিরল এবং ব্যাতিক্রম ক্ষেত্রে’ খুব অল্প সময়ের জন্যে ইডি প্রধানের মেয়াদ বাড়ানো যেতে পারে। তবে এর পরে আর এই নির্দেশ দেওয়া হবে না বলেই জানিয়েছিলেন বিচারপতি রাও।