নিউজ ডেস্ক: সোমবার নতুন ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন রণবীর-আলিয়া জুটি। শুক্রবার ২৮ জুলাই মুক্তি পেতে চলেছে ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’। করণ জোহর পরিচালিত এই ছবি নিয়ে উচ্ছ্বসিত দর্শকমহলের একাংশ। ছবিতে বাঙালি মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আলিয়াকে। সঙ্গে রয়েছেন বাঙালি অভিনেতা টোটা রায়চৌধুরি ও অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায়। আর তাই কলকাতায় এসে সাংবাদিক সম্মেলনে বাংলাতেই অভিবাদন জানান তিনি।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মঙ্গলবার বাংলা অভিবাদনের রিহার্সালের ভিডিয়ো পোস্ট করেন তিনি। যা দেখে কার্যত মুগ্ধ নেটিজেনরা। কালার ব্লক প্রিন্টের শাড়ি পরে মঞ্চে ওঠার আগে কী কী বলবেন তা ঝালিয়ে নিচ্ছিলেন তিনি।
তবে শেষ পর্যন্ত মঞ্চে উঠে লাইন ভুলে যান তিনি। অপ্রস্তুত হয়ে আলিয়া বলেন,’আপনাদের সকলকে দেখে আমি লাইন ভুলে গেছি। আমি রিহার্সাল করে এসেছিলাম।’ পরক্ষণেই রণবীর পরিস্থিতি সামাল দিলে বাংলাতেই নিজের অভিবাদন সম্পূর্ণ করেন আলিয়া। তাঁর এই বাংলা বলার প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা।