নিউজ ডেস্ক: হাওড়া, হুগলী, উত্তর দিনাজপুরের একাধিক জায়গায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হিংসা ছড়ানোর ঘটনায় NIA কে সাহায্য না করার অভিযোগ উঠল এবার রাজ্য সরকারের বিরুদ্ধে। সূত্রের খবর, সরকারের তরফ থেকে তদন্তে সাহায্য না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। জাস্টিস জয় সেনগুপ্তের বেঞ্চে মামলাটি দায়ের করা হয়েছে এনআইএ-এর পক্ষ থেকে। আগামীকাল বৃহস্পতিবার শুনানি হবে এর।
উল্লেখ্য, রাম নবমীর মিছিল ঘিরে প্রবল অশান্তি ছড়িয়েছিল হাওড়ার শিবপুরে এবং হুগলীর রিষড়া-চন্দননগর আর উত্তর দিনাজপুরের ডালখোলায়। এরপরই কলকাতা হাইকোর্টের প্রধান জাস্টিস টিএস শিবজ্ঞানম এবং জাস্টিস হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মামলায় NIA তদন্তের নির্দেশ দিয়েছিল বেঞ্চ। NIA তদন্ত আটকাতে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। তবে প্রধান বিচারপতি জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড়, জাস্টিস জেবি পারডিওয়ালা এবং জাস্টিস মনোজ মিশ্রের বেঞ্চ খারিজ করে দেয় রাজ্যের আবেদন।
সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়কেই বহাল রাখার পাশাপাশি রাজ্য সরকারকেও নির্দেশ দেয় NIA কে তদন্তে সাহায্য করার। আজ NIA-এর উকিল হাইকোর্টে জানান, কোর্টের নির্দেশ অনুযায়ী হাওড়া- হুগলী এবং উত্তর দিনাজপুরের হিংসাত্মক ঘটনা সম্পর্কিত নথিপত্র চাওয়া হয়েছে রাজ্য পুলিশের গোয়েন্দাদের কাছ থেকে। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে এখনও কোনওরকম নথিপত্র NIA-এর হাতে জমা করেনি সরকার।