নিউজ ডেস্ক: উত্তর ভারতে প্রবল বন্যার জেরে বিদেশে চাল রপ্তানি বন্ধ করেছে ভারত সরকার। আর এতেই বিপাকে পড়েছে ইউরোপ-আমেরিকার একাধিক দেশ। বিশেষ করে আমেরিকার বাজারগুলিতে ভারত চাল পাঠানো বন্ধ করার পর থেকে সঙ্কটে সেখানকার জনগণ। দোকানে লম্বা লাইন দিয়ে অধিক দামে চাল কিনে বাড়িতে মজুত করতে দেখা যাচ্ছে তাদের। এই মুহূর্তে চাল রপ্তানিতে বিশ্বে প্রথম ভারত। ভারত ছাড়াও থাইল্যান্ড ও ভিয়েতনামও চাল রপ্তানি করে ভালোরকম। তবে গুণমান অনুযায়ী দাম বেশ কম হওয়ায় ভারতের চালের চাহিদা বাকিদের চেয়ে অনেক বেশি আন্তর্জাতিক বাজারে।
উল্লেখ্য, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরাখণ্ড সহ একাধিক স্থানে প্রবল বন্যার কারণে ধান রোপণ করা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এদিকে মধ্য ও পূর্ব ভারতের একাধিক অঞ্চল জেরবার হয়েছে অনাবৃষ্টিতে। আর এই কারণেই দেশের আভ্যন্তরীণ চাহিদায় ভারসাম্য রাখতে আপাতত বাসমতী বাদে অন্য সকল প্রকার চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। এদিকে ভারতের বাজারেও গত বছর থেকে চালের চাহিদা বেড়েছে প্রায় ১১%।
এদিকে, দীর্ঘসময় ধরে চলে আসা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণেও ক্ষতিগ্রস্ত হচ্ছে আন্তর্জাতিক বাজার। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে আমেরিকা। কৃষ্ণ সাগরে রাশিয়ার বাধায় আমেরিকাতে গম পাঠাতে পারছে না ইউক্রেন। তাই ভারত চাল রপ্তানি বন্ধ করায় সবচেয়ে বেশি বিপদে পড়েছে আমেরিকা। সূত্রের খবর, বিশ্বের মোট ৪২ টি দেশ সমস্যায় পড়েছে ভারতের এই সিদ্ধান্তে। যদিও ভারতের এই সিদ্ধান্ততে প্রভাব পড়ছে না বাংলাদেশে। কারণ, ভারত একটি চুক্তিতে বাংলাদেশকে প্রয়োজন মতো পণ্য সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছিল।