নিউজ ডেস্ক: নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে দিল্লির প্রগতি ময়দানের ইন্ডিয়া ট্রেড প্রোমোশন অর্গানাইজেশন(ITPO) কমপ্লেক্সকে। সরকারি উদ্বোধনের আগে এবার সেই ভবন চত্বরে যজ্ঞ করে পুজো সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে ভবন নির্মাণে নিযুক্ত কর্মীদের সঙ্গেও কথা বললেন তিনি। সন্ধ্যে ৬টার সময় ভবনের সরকারি উদ্বোধন করবেন মোদী বলে খবর।
প্রধানমন্ত্রীর দফতরের তথ্য অনুযায়ী, প্রায় ১২৩ একর জমির উপর ইন্টারন্যাশনাল একজিভিশন কাম কনভেনসন সেন্টারটি তৈরি করতে ২৭ হাজার কোটি টাকা খরচ হয়েছে সরকারের। ভবনটি নির্মাণের জন্যে উত্তর কোরিয়া, জার্মানি, আমেরিকা এবং চিনে গিয়ে অত্যাধুনিক প্রশিক্ষণ নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
বিভিন্ন সাংস্কৃতিক সরকারি অনুষ্ঠান, আন্তর্জাতিক অনুষ্ঠান এবং বৈঠকের আয়োজন করা হবে ৩ হাজার আসন সংখ্যা নিয়ে তৈরি এই ভবনে। পৃথিবীর ১০টি বৃহত্তম কমপ্লেক্সের তালিকায় জায়গা করে নিয়েছে নতুন এই ভবন।
উল্লেখ্য, আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠানে আয়োজনের জন্যে দীর্ঘদিন ধরে অত্যাধুনিক এবং বিশ্বমানের পরিকাঠামো নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন মোদী। এবার তাঁর সেই স্বপ্নই পূরণ হল। এদিকে, সেপ্টেম্বর মাসে রয়েছে চলেছে জি-২০ নেতাদের বৈঠক। এবছর সেই বৈঠকের সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ভারত। আর সেকথা মাথায় রেখে তড়িঘড়ি এই ভবন নির্মাণের কাজ শেষ করেছে কেন্দ্রীয় সরকার।
সূত্রের খবর, এই বৈঠকে জি-২০ স্ট্যাম্প এবং কয়েন উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে, বৈঠকের জন্যে এই প্রথম ভারত সফরে আসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াকিবহল মহলের দাবি, এদিনের এই পুজোর মাধ্যমে সেই বৈঠকের আগে দেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক মঞ্চে আরও একবার তুলে ধরেছেন প্রধানমন্ত্রী।