নিউজ ডেস্ক: আগামী বছরের ক্রিকেট ক্যালেন্ডার ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২৪ সালের মার্চ পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের সূচি ঘোষণা করল, পুরোটাই ঘরের মাঠের সূচি। যেই সূচি অনুযায়ী ভারত অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও ইংল্যান্ডের বিরুদ্ধে একেরপর এক সিরিজ খেলবে। এরমধ্যে বিশ্বকাপের আগে খেলা হবে অস্ট্রেলিয়া সিরিজ। যেটা বিশ্বকাপের প্রস্তুতি সিরিজ হিসেবে খেলবে টিম ইন্ডিয়া। এরপর বাকি দুটো সিরিজ হবে বিশ্বকাপের পরে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ ভারত খেলবে বিশ্বকাপের পরেই।
টানা সুচি এভাবে প্রকাশ করায় ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট মহল। বিশ্বকাপ হওয়ার পরে বিশ্রামের বিন্দুমাত্র সুযোগ পাওয়া যাচ্ছে না। ২০২৪ সাল পর্যন্ত এ ভাবে টানা সুচি ঘোষণা করায় ক্রিকেটাররা ক্ষোভ প্রকাশ করার পথে যেতে পারেন। ২৪ ঘণ্টা আগে কপিলদেব ঠিক এভাবে বছরের দশ মাস ক্রিকেট খেলার বিপক্ষে মত প্রকাশ করেছেন। কিন্তু কে কার কথা শোনে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত একদিনের ক্রিকেট সিরিজ খেলার পর খেলবে বিশ্বকাপ। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে নামবে। তারপর যাবে দক্ষিণ আফ্রিকা সফরে। সেখান থেকে দেশে ফিরে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ। তারপর প্রতিপক্ষ ইংল্য়ান্ড বনাম অস্ট্রেলিয়া ২২, ২৪ ও ২৭ সেপ্টেম্বর যথাক্রমে মোহালি, ইন্দোর ও রাজকোটে তিনটে একদিনের ম্যাচ খেলা হবে। বিশ্বকাপের পর পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলা হবে।
আরও পড়ুন: Kapil Dev: প্রত্যাশার চাপ সামলাতে পারলেই বিশ্বজয়: কপিল
২৩ নভেম্বর থেকে শুরু হবে ভাইজ্যাগে আর ৩ ডিসেম্বর হায়দরাবাদে হবে সিরিজের শেষ ম্যাচ। আফগানিস্তান, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের পর ভারতীয় দল যাবে দক্ষিণ আফ্রিকায়। সেখান থেকে ফিরে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। ১১ জানুয়ারি থেকে শুরু হবে ম্যাচ। তিন ম্যাচের সিরিজ আয়োজিত হবে মোহালি, ইন্দোর ও বেঙ্গালুরুতে। ইংল্য়ান্ড ২৫ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু করবে ভারত। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ আয়োজিত হবে হায়দরাবাদ, ভাইজ্যাগ, রাজকোট, রাঁচি ও ধর্মশালাতে।