নিউজ ডেস্ক: দু’জনেই ভারতীয় ক্রিকেটের রোল মডেল। কিন্তু বাংলাদেশের মাটিতে যেরকম আচরণ করেছেন এক রোল মডেল, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন অপরজন। নিজের কলামে দিদির মতো ভারতীয় দলের বর্তমান অধিনায়ক হরমনপ্রীত কৌরকে কিছুটা ধমক-ধামক দিলেন প্রাক্তন অধিনায়ক তথা বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার মিতালি রাজ। প্রাক্তন ভারতীয় অধিনায়কের মতে, বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে যে আচরণ করেছেন হরমন, তা মোটেও ঠিক নয়। বরং সেই আচরণের জন্য হরমনকে ক্ষমা করা উচিত নয় বলেও জানান মিতালি। সেইসঙ্গে তিনি জানান, ট্রফি নিয়ে ফোটোসেশনের সময় বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে হরমন যেরকম আচরণ করেছেন বলে দাবি করা হচ্ছে, সেটা যদি সত্যিই হয়ে থাকে, তাহলে সেটার থেকে লজ্জার কিছু হতে পারে না।
অবশ্য নিজের আচরণের জন্য ক্ষমা প্রার্থনা দূরে থাক, কিছুই করেননি হরমনপ্রীত। বাধ্য হয়ে আসন্ন দু’ম্যাচের জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছে। কাটা হয়েছে ম্যাচ ফি’র অর্ধেক।
আরও পড়ুন: Lionel Messi: মেসির নবজোয়ার আমেরিকায়
নিজের কলামে মিতালি লেখেন, ‘হরমনপ্রীত ভালো খেলোয়াড়। অসংখ্য বাচ্চাদের কাছে ও রোল মডেল। দায়িত্ববান ক্রিকেটার হিসেবে যে কাউকে মাঠে এবং মাঠের বাইরে সম্মানজনক আচরণ করতে হবে। আগে মেয়েদের ক্রিকেটের এত সম্প্রচার হত না বা সোশ্যাল মিডিয়ায় মহিলা ক্রিকেটের এতটা অস্তিত্ব ছিল না। এখন সবকিছু জনসক্ষমে আছে। আর যা কিছু ঘটতে দেখে, তা অনুকরণ করার চেষ্টা করে বাচ্চারা। যারা খেলাটাকে পেশা হিসেবে নিতে যায়। আগ্রাসী হওয়ার মধ্যে কোনও ভুল নেই। একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আবেগের বহিঃপ্রকাশেও কোনও ভুল নেই। কিন্তু কেউ এটা ভুলে গেলে চলবে না যে কোনও ব্যক্তির ঊর্ধ্বে আছে খেলাটা। হরমনের যন্ত্রণা গ্রহণযোগ্য হলেও ওরকম আচরণ ক্ষমার যোগ্য নয়। ম্যাচে যা হয়, সেটা ওখানেই রেখে আসা উচিত।’