নিউজ ডেস্ক: দেশ জুড়ে পালিত হচ্ছে কার্গিল বিজয় দিবস। এই আবহে সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে এসে প্রয়োজনে ফের সার্জিক্যাল স্ট্রাইকের ইঙ্গিত দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ২৪ তম কার্গিল দিবস উপলক্ষ্যে লাদাখ সীমান্তে আয়োজিত অনুষ্ঠানটিতে অনুপ্রবেশ ইস্যু নিয়ে তুলোধোনা করেন তিনি পাকিস্তানকে। সীমান্তে আবার পাক-অনুপ্রবেশ বাড়ছে বলে অভিযোগ করে তিনি বলেন, অনুপ্রবেশ ইস্যুতে চুপ করে বসে থাকবে না ভারত। দেশের সম্মান রক্ষা করতে সীমান্ত পেরিয়ে জবাব দেওয়া হবে বলে জানান রাজনাথ সিং। শুধুমাত্র পাকিস্তান নয়, চিনা-আগ্রাসন নীতিরও সমালোচনা করে তিনি সতর্ক করেন জিংপিং সরকারকে।
কার্গিল যুদ্ধকে ‘ভারতের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধ’ বলে অভিমত দেন তিনি। এ প্রসঙ্গে বলতে গিয়ে রাজনাথ সিং বলেন,’সেই সময় আমাদের দেশ পাকিস্তানের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চেয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী অটলজী স্বয়ং পাক-সফরে গিয়ে চেষ্টা করেছিলেন বিষয়টি মিটিয়ে নিতে। কিন্তু ভারতকে পিছন থেকে সেদিন ছুরি মারে পাকিস্তান।’ কার্গিল বিজয় দিবস স্মরণ করতে গিয়ে তাঁর বক্তব্যে উঠে আসে বীর সেনাদের আত্মত্যাগের কথা। শূন্যের থেকেও কম তাপমাত্রা, অক্সিজেনের ঘাটতি থাকা সত্ত্বেও বন্দুক নীচে না করে দেশের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে গেছেন ভারত মায়ের বীরপুত্রেরা বলে স্মৃতি রোমন্থন করেন রাজনাথ সিং।
পাশাপাশি, দীর্ঘসময় ধরে চলে আসা ইউক্রেন-রাশিয়ার যুদ্ধপ্রসঙ্গও উঠে আসে তাঁর ভাষণে। ১ বছর ধরে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের টিকে থাকা প্রসঙ্গে তিনি বলেন, ইউক্রেন তাদের দেশের অসামরিক লোকজনের থেকে পরোক্ষভাবে সমর্থন পাওয়ায় দীর্ঘ সময় ধরে যুদ্ধে টিকে থাকতে পারছে। কোনও দেশ যুদ্ধে জড়িয়ে পড়লে সামরিক শক্তির পাশাপাশি সেই দেশের অসামরিক মানুষজনকেও এগিয়ে আসতে হয় বলে মনে করেন তিনি। তাঁর এই বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।