নিউজ ডেস্ক: ফের বিশ্বের ধনীতম ব্যক্তির শিরোপা উঠল টেসলা-প্রধান এলন মাস্কের মুকুটে। আর এই খবর সামনে এসেছে টুইটার লোগো বদলের ঠিক পরে। উল্লেখ্য, টুইটারে নীল পাখির বদলে X আসার পর থেকে টপ ট্রেন্ডিং চর্চায় ছিলেন মাস্ক। এবার সেই রেশ মিটতে না মিটতে ফ্রান্সের বিলাসজাত দ্রব্যের ব্যবসায়ী বের্নাড আর্নল্টকে পেরিয়ে ধনীব্যক্তিদের শিরোনামে শীর্ষস্থান দখল করলেন তিনি।
ফোর্বসের সূত্র অনুযায়ী, সোমবার সকালে টেসলার স্টক মার্কেট এক লাফে প্রায় ২.৫% উঠে যাওয়ায় ফের ধনীর তালিকায় প্রথম স্থান ফিরে পান তিনি। এই মূহূর্তে মাস্কের সম্পত্তির পরিমাণ ২৪০.৭ বিলিয়ন মার্কিন ডলার। এর আগে গত শুক্রবার টেসলার শেয়ার দর প্রায় ১০% নেমে যাওয়ার পর প্রথম স্থান হারিয়েছিলেন টুইটার-সিইও। এরপরই টুইটার লোগো X বদল করে সুপার অ্যাপ লঞ্চ করার ঘোষণা করার পরই ফের ফুলে ওঠে তাঁর ব্র্যান্ড।
অন্যদিকে, মাত্র ২ দিনের মধ্যেই ফের প্রথম স্থানের শিরোপা হারালেন LVMH সিইও বের্নাড আর্নল্ট। এই মুহুর্তে তাঁর সম্পত্তির পরিমাণ ২৩৪.৬ বিলিয়ন ডলার। অন্যদিকে অ্যামাজন-কর্তা জেফ বেজোস রয়েছেন তৃতীয় স্থানে। এছাড়া ল্যারি এলিসন চতুর্থ এবং মাইক্রোসফট-কর্তা বিল গেটস ধরে রেখেছেন পঞ্চম স্থান।