নিউজ ডেস্ক: করোনা মহামারীর পর বড়সড় ধাক্কা খেয়েছিল বলিউড ও বিনোদন জগৎ। তবে ধীরে ধীরে ফের ছন্দে ফিরছে ইন্ডাস্ট্রি। দীর্ঘ কয়েকবছর পর ফের বড় পর্দায় দেখা গিয়েছে বলিউডের তাবড় তাবড় অভিনেতাদের। শাহরুখ সলমনের পাশাপাশি বড় পর্দায় চমক দিতে আসছেন অক্ষয় কুমারও। দেখে নিন এক নজরে আগামী মাসে কোন কোন সিনেমা মুক্তির দিন গুনছে।
রকি অউর রানি কি প্রেম কাহিনি
রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ছবি মুক্তি পেতে চলেছে ২৮ জুলাই।
অ্যানিমাল
এই ছবিটি মুক্তি পেতে চলেছে ১১ আগস্ট।
গদর ২
সানি দেওল অভিনীত ছবি গদর সেই সময় যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। এইবার তার সিক্যুয়েল আসতে চলেছে। মুক্তি পাবে ১১ আগস্ট।
ওএমজি ২
অক্ষয় কুমার অভিনীত ও মাই গড বা ওএমজি এক দশক আগে মুক্তি পেয়ে যথেষ্ট নাম করেছিল। এইবার মুক্তি পেতে চলেছে তারই সিক্যুয়েল। মুক্তি পাবে ১১ আগস্ট।
ড্রিম গার্ল ২
আয়ুষ্মান খুরানা অভিনীত ড্রিম গার্ল ২ মুক্তি পেতে চলেছে ২৫ আগস্ট।