নিউজ ডেস্ক: বেড়েই চলেছে নিয়োগ দুর্নীতি থেকে উদ্ধার করা টাকার অঙ্ক! এবার অভিযুক্তদের ব্যাঙ্ক থেকে ফের ২০ কোটি টাকা উদ্ধার করল ইনফোর্সমেন্ট ডিরেক্টর। এরফলে এই তদন্তে উদ্ধার হওয়া টাকার মোট অঙ্ক গিয়ে দাঁড়াল ১৪৬ কোটিতে। এর আগে অর্পিতার ২ টি ফ্ল্যাট থেকে ৫২ কোটি টাকা সহ সব মিলিয়ে মোট পাওয়া গিয়েছিল ১২৬ কোটি টাকা। আর এবারে ২০ কোটি টাকা মেলায় বাড়ল সেই হিসেব।
ইডি সূত্রে খবর, অভিযুক্ত এবং তাদের সঙ্গে যুক্ত লোকজনের কাছ থেকে মিলেছে এই উদ্ধার হওয়া টাকার তথ্য। যদিও জানা যায় নি অভিযুক্তদের নাম। নিয়োগ তদন্ত করতে নেমে ইতিমধ্যেই হেভিওয়েট মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ অর্পিতা মুখোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ, সুজয় কৃষ্ণ ভদ্র প্রমুখ প্রভাবশালীদের গ্রেফতার করেছে ইডি।
এখন অনুমান করা হচ্ছে, নিয়োগ দুর্নীতিতে নয়ছয় হয়েছে আরও মোটা অঙ্কের টাকা। আর এ সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ তথ্য জানা রয়েছে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের। এই কারণে তাকে আরও জিজ্ঞাসাবাদ করে তদন্তের গভীরে প্রবেশ করতে চাইছেন তদন্তকারী অফিসারেরা। যদিও বুকে স্টেন্ট বসায় আপাতত জেরার হাত থেকে নিষ্কৃতি মিলেছে কাকুর।