নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আধার কার্ডের তথ্য বদলের বৃথা চেষ্টা! অবশেষে পুলিশের জালে বিহারের মুজাফ্ফরপুরের এক ছাত্র। অভিযুক্তকে সাদাতপুর এলাকা থেকে গ্রেফতার করেছে গুজরাত পুলিশ।
মুজাফ্ফরপুর পুলিশের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট রাকেশ কুমার জানান, অর্পনা দুবে ওরফে মদন কুমার নামে ওই ছাত্র গরিবাগাঁও গ্রামের বাসিন্দা। কান্তি থানার অধীনে সাদাতপুর এলাকার একটি কলেজে স্নাতকস্তরের ছাত্র সে। ওয়েবসাইটে গিয়ে দুটি আধারকার্ড থেকে তথ্য বদলে দেয় মদন বলে অভিযোগ। প্রধানমন্ত্রী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আধার কার্ডে জন্মের তারিখ বদলে দিয়েছিল সে।
Tags: NULL