নিউজ ডেস্ক: গণতান্ত্রিক শাসন এবং দেশবাসীর স্বার্থে আইনের ভূমিকা বজায় থাকলেই নায়মেই’এর পাশে থাকবে আমেরিকা। ‘গৃহবন্দি’ নাইজের প্রেসিডেন্ট মহম্মদ বাজৌমের সঙ্গে কথা বলার পর এমনটাই জানিয়েছেন মার্কিন স্টেট সেক্রেটরি অ্যান্টনি ব্লিঙ্কেন।
ওয়াশিংটনের তরফে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, নাইজেরে বলপূর্বক ক্ষমতা দখলের ঘটনার তীব্র নিন্দা করেছেন ব্লিঙ্কন। সেইসঙ্গে সমগ্র মার্কিন বাসীর হয়ে নাইজেরিয়ানদের পাশে থাকারও বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি, প্রেসিডেন্টকে দ্রুত মুক্ত করার জন্যে সেনার কাছে আবেদন জানিয়েছেন ব্লিঙ্কেন।
বুধবার রাতে হঠাৎই সেনা অভ্যুত্থান ঘটে পশ্চিম আফ্রিকার এই দেশে। নায়মেইতে প্রাসাদ ঘিরে ফেলে বাজৌমকে গৃহবন্দি করে ‘প্রেসিডেন্ট বডিগার্ডস্ রেজিমেন্ট’। স্থানীয় এক টিভি চ্যানেলে ঘটনা প্রসঙ্গে কর্নেল আমাদৌ আবড্রামন জানান, বেহাল জাতীয় নিরাপত্তা, ভঙ্গপ্রায় অর্থনীতি এবং সামাজিক অস্তিরতার কারণে সরকারকে ক্ষমতাচ্যুত করেছে সেনা। দেশে ক্ষমতার পরিবর্তন ঘটছে বলে জানান তিনি।
সেনা অভ্যুত্থানকারী গোষ্ঠীর হয়ে তিনি আরও জানান, পরবর্তী কোনও সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত দেশজুড়ে কারফিউ জারি থাকবে। বন্ধ থাকবে দেশের সমস্ত সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান। সেইসঙ্গে সাময়িক ভাবে সরকারি কাজ পরিচালনার জন্যে একটি ‘অন্তর্বর্তী পরিষদ’ গঠন করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে, ঘটনার কিছুক্ষণের মধ্যে ‘প্রেসিডেন্ট বডিগার্ডস্ রেজিমেন্ট’এর উপর হামলা চালায় বাজৌমের অনুগত সেনারা। যদিও ব্যর্থ হয় সেই চেষ্টা।
উল্লেখ্য, ১৯৬০ সালে ফ্রান্স শাসন থেকে মুক্তি পায় নাইজের। চারবারের সামরিক দখলের অভিজ্ঞতা কাটিয়ে ২০২১ সালে প্রথম নির্বাচন হয় সে দেশে। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন বাজৌম। ক্ষ