নিউজ ডেস্ক: বিরোধীদের INDIA জোটের আবহেই লোকসভার বিউগল বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল সন্ধ্যায় দিল্লির প্রগতি ময়দান কনভেনশন সেন্টার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সভা থেকেই ২০২৪ লোকসভা ভোটে ফের তাঁর নেতৃত্বেই এনডিএ জোট লড়াই করতে চলেছে বলে ঘোষণা করে দেন তিনি। ‘ভারত মণ্ডপম’ নামের এই কনভেনশন সেন্টারটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানের ভাষণেই দেশকে বিশ্বের তৃতীয় শক্তিশালী অর্থনীতিতে পরিণত করবেন বলে প্রতিশ্রুতি দেন মোদী।
দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন,’ পূর্ব থেকে পশ্চিম কি উত্তর থেকে দক্ষিণ, সব দিক থেকেই ক্রমশ পরিবর্তিত হছে ভারতের পরিকাঠামো। সর্বোচ্চ উচ্চতায় দীর্ঘতম টানেল, সবচেয়ে উঁচু মূর্তি, বৃহত্তম স্টেডিয়াম সবকিছুই রয়েছে ভারতের। যান চলাচলের যোগ্য সর্বাধিক দৈর্ঘের রাস্তাও রয়েছে ভারতেই।’ পাশাপাশি ‘ভারত মণ্ডপম’ নির্মাণ নিয়েও আশা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্রকে ভারতীয়দের দেওয়া উপহার হলো এই কনভেনশন সেন্টার। এই সেন্টারেই অনুষ্ঠিত হবে জি-২০ সংক্রান্ত ইভেন্টও। বিশ্বের কাছে এই নির্মাণটি আরও উচ্চস্থানে নিয়ে যাবে ভারতকে।
আরও পড়ুন: PM Modi and Yogi Adityanath: মোদী এবং যোগীর আধারের তথ্য বদলের অভিযোগ, গ্রেফতার ১
এই বক্তব্যের মাঝেই ভারতের অর্থনীতির সশক্তিকরণ তাঁর সরকারের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি। এ প্রসঙ্গেই মোদী বলেন,’ মোদী সরকারের প্রথম মেয়াদের সময় দশম শক্তিশালী অর্থনীতির দেশ ছিলাম আমরা। দ্বিতীয় মেয়াদে আমরা উঠে আসি পঞ্চম স্থানে। আর আমার বিশ্বাস, আমাদের সরকারের তৃতীয় মেয়াদে বিশ্বের সেরা ৩ টি অর্থনীতির মধ্যে থাকবে ভারত। এটাই ভারতীয়দের কাছে মোদী সরকারের গ্যারেন্টি।’ এ যাবৎ তিনটি মেয়াদে মোদী সরকার কোন কোন দিক থেকে পূর্ববর্তী UPA সরকারকে টেক্কা দিয়েছে তার খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রী।