নিউজ ডেস্ক: দেশের অন্যতম মোস্ট এলিজিবল ব্যাচেলর আর অন্যদিকে বলিডিভা। রাঘব চাড্ডা আর পরিণীতি চোপড়ার জুটিটাও ঠিক সেরকমই। বহুদিন ধরেই সম্পর্কের কথা লুকিয়ে রাখলেও কানাঘুষো চলছিল বলিপাড়ায়। বিয়ে করতে চলেছেন পরিণীতি চোপড়া! সেই কানাঘুষো কে সত্যিই করেই ১৩ মে বাগদান সারলেন তিনি। পাত্র আর কেউ নন আপ সাংসদ রাঘব চাড্ডা।
নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে তেমন একটা মুখ না খুললেও কিছু ইন্টারভিউতে মাঝে মাঝে পরিণীতির কথা বলেন রাঘব। তেমনি একটি ইন্টারভিউতে সম্প্রতি রাঘব বলেন পরিণীতির সঙ্গে বাগদাদের পরেই জীবন অনেকটা পাল্টে গিয়েছে তাঁর। রাজনৈতিক মহলে রাঘবের সহকর্মী ও সিনিয়র রাজনৈতিক নেতারা তাঁকে আগের থেকে কম টিপ্পনি কাটেন। তিনি বলেন আগে তাঁকে বিয়ে করার জন্য বারবার উত্ত্যক্ত করতেন তাঁরা কিন্তু এখন তাঁরা জানেন যে খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছেন তিনি। তাই সেই সমস্ত টিপ্পনি শুনতে হয় না আর।
পরিণীতির সঙ্গে একটি ছবির শুটিং সেটে দেখা হয়েছিল রাঘবের। সেখান থেকেই পরিচয় এবং পরে প্রেম। দিল্লির কপুরথালা হাউসে বাগদান সারলেও রাজস্থানে ডেস্টিনেশন ওয়েডিং করবেন তাঁরা। সেই অনুযায়ী জায়গাও ঠিক করা হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে এই বছর অক্টোবর-নভেম্বর মাসে বিয়ে করতে চলেছেন রাঘব-পরিনিতি।