নিউজ ডেস্ক: মহেন্দ্র সিং ধোনির বিশাল সম্পত্তির পিছনে রয়েছে চাকরির অর্থ। অধিনায়ক হিসেবে দলকে দুটো বিশ্বকাপ দেওয়া, চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়া সবকিছুই হয়েছে তাঁর আমলে। আইপিএল জিতেছেন তিনি পাঁচবার। সব মিলিয়ে তিনি দেশের অন্যতম সেরা অধিনায়ক। আর্থিক দিক থেকে তিনি বর্তমান সময়ে অনেক ক্রিকেটারের থেকে বেশি টাকা আয় করেন। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ৪ বছর হয়ে গেলেও তাঁর সম্পত্তি হাজার কোটি টাকা ছাড়িয়েছে। তবে এই হাজার কোটি টাকায় পৌঁছতে ধোনি চাকরিও করেছেন। সম্প্রতি তাঁর একটি অ্যাপয়েন্টমেন্ট লেটারের ছবি সামনে এল।
২০১২ সালে ধোনির এক অ্যাপয়েন্টমেন্ট লেটার সামনে আসে। যেখানে তাঁর বেতন ছিল ৪৩ হাজার টাকা। অথচ সেই সময় ধোনির অ্যাকাউন্টে ছিল কয়েক হাজার কোটি টাকা। বর্তমানে ধোনির মোট সম্পত্তির পরিমাণ ১০৪০ কোটি টাকার আশপাশে। পাশাপাশি প্রতি বছর বিজ্ঞাপন ও আইপিএল থেকে তিনি কয়েক কোটি টাকা আয় করেন। সেই চাকরি অবশ্য রেলের নয়। ইন্ডিয়া সিমেন্টের।ক্রিকেট কেরিয়ারের শুরুতে তিনি যোগ দিয়েছিলেন রেলে। রাঁচিতে টিকিট কালেক্টর হিসেবে চাকরি করতেন। ইন্ডিয়া টিমের ঢোকার পরে সেই চাকরি ছেড়ে দিয়েছিলেন।
আরও পড়ুন: Cricket Calendar 2023: বিশ্বকাপের পরেও ক্রিকেটের ঠাসা সুচিতে বিস্ময় সকলের
২০০৮ সালে ধোনি চেন্নাই সুপার কিংসে যোগ দেন। অধিনায়ক হিসেবে তিনি যাত্রা শুরু করেন। সেই থেকে এখনও পর্যন্ত তিনি সিএসকে নেতৃত্ব দিচ্ছেন। এই ধোনিকেই ২০১২ সালে চাকরির প্রস্তাব দিয়েছিল একটি সিমেন্ট সংস্থা। জানা গিয়েছে সেই সংস্থার নাম ইন্ডিয়া সিমেন্টস। এই সংস্থার মালিক নারায়ণস্বামী শ্রীনিবাসন। আর চেন্নাই সুপার কিংসের মালিক ইন্ডিয়া সিমেন্টস। ধোনিকে সেই সংস্থার ভাইস প্রেসিডেন্ট পদের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল।
অ্যাপয়মেন্ট লেটারে দেখা গিয়েছে, ধোনিকে মার্কেটিংয়ের ভাইস প্রেসিডেন্টের পদের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। চেন্নাইতে ইন্ডিয়া সিমেন্টের হেড অফিসে তাঁর পোস্টিং ছিল। চুক্তিতে বলা হয়েছে তাঁর বেতন ৪৩ হাজার টাকা। এরসঙ্গে রয়েছে ২১ হাজার ৯৭০টাকার ডিএ ও ২০ হাজার টাকার স্পেশাল বেতন। এরসঙ্গে তাঁকে দেওয়া হয়েছিল বাড়ি ভাড়ার খরচ বাবদ ২০ হাজার ৪০০ টাকা। যদি চেন্নাইতে থাকেন তাহলে বিশেষভাবে তিনি পেতেন ৮৪০০ টাকা। এরসঙ্গে ছিল বিশেষ খাতে খরচ বাবদ ৬০ হাজার টাকা। আর খবরের কাগজের জন্য তিনি পেতেন ১৭৫ টাকা।
ধোনি বর্তমানে ইন্ডিয়া সিমেন্টসের পদে রয়েছেন। তার আগে তিনি যখন চেন্নাই টিমের সঙ্গে যোগ দিয়েছিলেন সেই সময় তাঁকে ইন্ডিয়া সিমেন্ট কর্মী হিসেবে নিয়োগ করেছিল। এখনও তিনি সেখানেই রয়েছেন। ফলে তিনি প্লেয়ারের পাশাপাশি মালিকের ভূমিকাও পালন করেন।