নিউজ ডেস্ক: আদিপুরুষ নিয়ে বিতর্কের পর ফের চর্চায় কৃতি শ্যানন। জন্মদিনের দিন তিনি সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে বলেন, জন্মদিন স্পেশাল ভাবে কাটাতে চলেছেন তিনি। তিনি বলেন বহুদিন ধরেই একটি সিক্রেট লুকিয়ে আসছিলেন তিনি। কিন্তু এইবার সময় এসেছে সকলের সামনে তা তুলে ধরার। অনেকদিন ধরেই কোন একটা বিষয়ের উপর কাজ করছিলেন তিনি যা খুব শীঘ্রই সামনে আনতে চলেছেন।
শুধুমাত্র তাই নয় ক্যাপশনে তিনি আরো বলেছেন যে তাঁর শেষের দুটি পোস্টে সেই সংকেত দেওয়া আছে। বুঝতে পারলে বুঝে নিন বলেও মস্করা করেন তিনি। প্রসঙ্গত অভিনেত্রীর বাইরে এইবার প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন কৃতি। চলতি মাসেই তিনি তাঁর প্রোডাকশন হাউস ব্লু বাটারফ্লাই ফ্লিমস-এর উদ্বোধন করেন। এইবার অনুমান করা যাচ্ছে ব্যবসায়ী হিসেবেও নাম লেখাতে চলেছেন তিনি। তারই সংকেত দিচ্ছেন কৃতি নিজেই।
জন্মদিনের দিন পোস্ট করা ভিডিয়োর আগেই তিনি দুটো সেলফি পোস্ট করেছিলেন যা বোঝাই যাচ্ছে রূপচর্চার পরে তোলা সেলফি। সুতরাং সহজেই অনুমান করা যায় দীপিকার মত এবার নিজের স্কিনকেয়ার ব্র্যান্ড আনতে চলেছেন কৃতি শ্যানন। এবার অপেক্ষা আসল বিষয় সামনে আসার।