নিউজ ডেস্ক: অবশেষে গ্রেফতার মদ্যপ বাবা। ‘গুণধর’ বাবার পিটুনিতে এক এক করে তিন সন্তানের মৃত্যু। বেঁচে থাকা আর মাত্র একটি সন্তান ঝাড়খণ্ডের রাঁচির হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। পুরুলিয়ার টামনা থানার ডিগশিলি গ্রামের এই ঘটনায় এমন বাবার ‘ফাঁসি’ চাইছেন এলাকার মানুষ। বুধবার রাতে পুরুলিয়া শহর এলাকা থেকে অভিযুক্ত বাবা প্রভাস মাহাতোকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার তাকে পুরুলিয়া আদালতে তোলা হবে। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ” অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে”।
শুক্রবার রাতে আকণ্ঠ মদপান করে বাড়ি এসেছিলেন ওই মদ্যপ বাবা। স্ত্রী সেই মদ খাওয়ার প্রতিবাদ করলে উভয়ের মধ্যে তুমুল অশান্তি বাঁধে। সেই সময় স্ত্রী ঘর থেকে বাইরে বেরিয়ে যান। ক্ষোভ আছড়ে পড়ে সন্তানদের ওপর। এর পর চার সন্তানকে লাঠি দিয়ে বেধড়ক পেটায় বলে অভিযোগ। এখানেই থেমে থাকেনি ওই বাবা। তাদেরকে মাটিতে আছাড় মারে। এরপরেই সে ঘর থেকে পালিয়ে যায়। ছোট ছোট ছেলে-মেয়েদের চিল চিৎকারে পড়শিরা তাদের বাড়িতে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে চার সন্তান। সঙ্গে সঙ্গে এলাকার মানুষ টামনা থানার পুলিশকে জানিয়ে ওই সন্তানদেরকে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় এক সন্তানের মৃত্যু হয়। এরপর শনিবার রাতে মারা যায় আরেক সন্তান। ফের রবিবার রাতে আরেকজনের মৃত্যু হয়। এই ঘটনায় পুরুলিয়া মফস্বল থানার চাকড়া গ্রামের বাসিন্দা অভিযুক্তের শ্যালক পদ্মলোচন মাহাতো গত ২২ শে জুলাই শনিবার লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা রুজু করে পুলিশ।
আরও পড়ুন: Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে আরও ২০ কোটি উদ্ধার করল ইডি, টাকার অঙ্ক ছুঁল প্রায় ১৫০ কোটি
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা চলছিল। কিন্তু গত শুক্রবারের রাতের মত ঘটনা ঘটেনি। স্ত্রী একটি অন্য সম্পর্কে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। যা স্বামী মেনে নিতে না পারায় বেশ কিছুদিন ধরে ঝামেলা তুঙ্গে ওঠে। ওই দিন ঝামেলা আরও বেড়ে যাওয়ায় মদ্যপ বাবা চার সন্তানকেই মারধর করতে থাকেন বলে অভিযোগ। যার ফলে প্রাণ যায় এক এক করে তিন জনের।