নিউজ ডেস্ক: মাতৃত্বের স্বাদ আরো মধুর করতে ঐতিহাসিক পদক্ষেপ নিল সিকিম সরকার। এবার সদ্য মা হওয়া মহিলারা ১২ মাসের মাতৃত্বকালীন ছুটি পাবেন। তবে সদ্য জন্মানো শিশুর পাশাপাশি যত্ন প্রয়োজন তার মায়েরও। তাই কেবল মহিলাদেরই নয়, শিশুর বাবাকেও এক মাসের পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর করবে সিকিম সরকার। তবে এই ছুটি কেবল সরকারি কর্মাচারীদের জন্য প্রযোজ্য বলেই জানানো হয়েছে।
ভারতের সকল রাজ্যের মধ্যে সিকিমের জনসংখ্যা সবচেয়ে কম। মাত্র ৬.৩২ লক্ষ। ফলে সিকিমের সরকারি কাজে আধিকারিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কাজের পাশাপাশি পরিবারকেও যাতে সময় দেওয়া যায় তাই এই সিদ্ধান্ত, জানিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং।
সিকিমের স্টেট সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন-এর বার্ষিক জেনারেল মিটিং-এ এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। যদিও এখনও কোনো সরকারি বিবৃতি জারি হয়নি। ১৯৬১ সালের মাতৃত্বকালীন সুবিধা আইন অনুযায়ী যেকোনো কর্মরতা মহিলা ৬ মাসের বা ২৬ সপ্তাহের ছুটি পেয়ে থাকেন। সিকিমে এইবার তা ১২ মাসের ছুটি পাওয়া যাবে।