নিউজ ডেস্ক: সস্ত্রীক বিদেশ গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বিদেশ যাত্রা ঘিরে তৈরী হল বিতর্ক। তাঁর নির্দেশে ৫ আগষ্ট বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচি হওয়ার কথা। অথচ নির্দেশ দিয়েই খালাস নেতা। কর্মসূচির আগেই কেন মরিয়া হয়ে দেশ ছাড়লেন অভিষেক তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি।
বিজেপি মুখপাত্র রাজর্ষি লাহিড়ি এপ্রসঙ্গে বলেন, “কেন অভিষেক ও তার পরিবারের সদস্যরা বারংবার দুবাই যান সেটা তারাই বলতে পারবেন। তবে চিকিৎসাজনিত কারণ হলে আদালত ছাড়পত্র দিতেই পারে। সেটা আদালত এবং তদন্তকারী সংস্থা বলতে পারবে”। তবে সুত্রের খবর ইতিমধ্যে দুবাইয়ের একটি অ্যাকাউন্ট বন্ধ হয়েছে বিদেশ মন্ত্রকের অনুরোধে। এই যাত্রা ও সেই অ্যাকাউন্ট বন্ধের মধ্যে মিল খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন শেষ বিধানসভা নির্বাচনে পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায়। তিনি তার বাংলার বার্তা নামে ইউটিউব চ্যানেলে অভিষেকের সস্ত্রীক বিদেশ যাত্রার সঙ্গে অ্যাকাউন্ট বন্ধের সময় নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলে ধরেছেন।
আরও পড়ুন: West Bengal Violence: তিন সন্তানকে পিটিয়ে খুন, গ্রেফতার বাবা
তবে অভিষেকের ঘনিষ্ঠ মহলের তরফে দাবি করা হয়েছে চোখের চিকিৎসা করানোর জন্যই অভিষেকের দুবাই ও আমেরিকা যাত্রা। আগামি ৮ আগস্ট আমেরিকার হাসপাতালে তার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। চিকিৎসাও অস্ত্রোপচারের জন্য সময় লাগবে। চিঠি লিখে ইডিকে সেকথা জানিয়েছিলেন অভিষেক। ২০১৬ সালে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে অভিষেকের কনভয় দুর্ঘটনার কবলে পড়ে। চোখে গুরুতর চোট পান তিনি। সেই চিকিৎসা চলছে বিদেশে। ২০২২ সালে সেপ্টেম্বর মাসে আমেরিকার বাল্টিমোর হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছিল। সিঙ্গাপুর ও আমেরিকায় চিকিৎসা করিয়ে আগের তুলনায় ভাল দেখতে পান তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক।