নিউজ ডেস্ক: দীর্ঘদিন পরে ফের বড় পর্দায় দেখা যেতে চলেছে দেওল পরিবারকে। ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’ ছবিতে দেখা যাবে বর্ষীয়াণ অভিনেতা ধর্মেন্দ্রকে। দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে থাকার পরে আগামী মাসে আসতে চলেছে সানি দেওলের ছবি ‘গদর ২’। তবে শুধু ধর্মেন্দ্র বা সানি দেওলই নয়, এই বছর প্রথম রুপোলি পর্দায় পা রাখতে চলেছেন সানি দেওলের কনিষ্ঠ পুত্র রাজবীর দেওল।
মঙ্গলবার রাজশ্রী প্রোডাকশনস প্রযোজনা সংস্থার তরফে মুক্তি পেয়েছে নতুন একটি ছবির পোস্টার। দুই তরুণ-তরুণী সমুদ্রের দিকে মুখ করে বসে রয়েছে। আর সামনে দিগন্ত-বিস্তৃত নীল জলরাশি। যা দেখেই বোঝা যাচ্ছে একটি রোমান্টিক ঘরানার ছবি। ছবির নাম ‘দোনো’ হলেও এই ছবির মাধ্যমে বলিউডে পাড়ি জমাতে চলেছে তিন তারকা সন্তান!
এই ছবিতে অভিনয় করতে চলেছেন রাজবীর দেওল এবং বলি অভিনেত্রী পুনম ধিলোঁর কন্যা পালোমা ধিলোঁ। অভিনেতা হিসেবে এই ছবিতে দুজনেরই ডেবিউ হতে চলেছে। তবে শুধুমাত্র অভিনেতা নয় পরিচালক হিসেবেও ডেবিউ করতে চলেছে বলিউডের অন্যতম পরিচালক সুরোজ বরজাতিয়ার ছেলে অবনীশ বরজাতিয়া। যদিও এর আগে ‘প্রেম রতন ধন পায়ো’, ‘উঁচাই’, ‘প্রেম কি সাদি’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন অবনীশ।