নিউজ ডেস্ক: পূর্ব মেদিনীপুর জেলার মান্দারমনি সমুদ্র সৈকতে উদ্ধার হল ডলফিন। এই খবর জানার পরেই সৈকতে ভিড় জমান পর্যটকেরা। খবর ছড়িয়ে পড়তেই দিঘা সমুদ্র সৈকত থেকেও ছুটে আসেন পর্যটকরা।
বৃহস্পতিবার সকালে মন্দারমনিতে সৈকত থেকে সামান্য দূরে এই ডলফিনটিকে আহত অবস্থায় ভাসতে দেখে মৎস্যজীবীরা।স্থানীয় সূত্রে জানা গেছে ডলফিনটির পাখনার কিছু অংশ কাটা ছিল। তাঁর লেজের দিকেও আঘাতের চিহ্ন ছিল। মৎস্যজীবী ও স্থানীয়দের ধারণা সমুদ্রে ট্রলার কিংবা জাহাজের ধাক্কায় ডলফিনটি আহত হওয়ায় ভাসতে ভাসতে মন্দারমনির দিকে ভেসে আসে।
আহত ডলফিনটিকে মৎস্যজীবীরা উদ্ধার করে ডাঙায় নিয়ে আসে। খবর দেওয়া হয় মন্দারমনি থানায়।পুলিশ এসে ডলফিনটি উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিয়েছে। এর আগেও দীঘা এবং মন্দারমনির তীরে ডলফিন চলে আসার ঘটনা ঘটেছে অতীতে। ২০১৮ সালে দিঘা ও মন্দারমনিতে ডলফিন দেখা গেছিল। ১২ ফেব্রুয়ারি এবং ২৫ জুলাই ২০২২ রবিবার দিঘার তীরে ডলফিন ভেসে আসে। ২০১২ সালে দিঘায় এবং ২০২০ সালে মন্দারমনিতে তিমি ভেসে আসার কথাও মনে আছে অনেকের।